নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

ঘুম শূন্য ঘুম

০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪


পর পর তিন রাত ঘুম না অাসার পর চতুর্থ রাতে গিয়ে মনে হলো, কিছুদিন অার ঘুমাতেই যাবোনা । বাড়ির পিছনে অাম গাছের গোড়ায় হেলান দিয়ে শুধু বসে থাকব । বিশেষ কোন প্রয়োজন না পড়লে তোফানের চায়ের দোকানে কিংবা অরবিন্দ ডাক্তারের চেম্বারেও যাবোনা । মাটি ফুড়ে যেখান দিয়ে ঘাস বের হয়, দেখব সে কতটা বনানী হতে পারে । তারপর অবয়ব-এ ধরে রাখতে পারে অাকাশ !

প্রস্তুতি শেষ । এখন রাত অার দিনের মধ্যে কোন পার্থক্য খুঁজে পাই না । তবু বেঁচে থাকা মানে যদি হয় এক একটা রঙিন সকাল; উদাস দুপুরে কখনো অানমনে নদী পার । তবে কী দরকার এত ঘুমাবার ? সৃষ্টিরও তো অাছে কিছু দায় । ঘুমানোর জন্য একটা মহাকাল অাছে অপেক্ষায় ।

মাটির উপর গজিয়ে উঠুক ঘাস, উপরে অাকাশ...

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

হাবিব বলেছেন: পরপর তিন রাত ঘুমাননি? দিনে ঘুমিয়েছেন?

০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

সাইন বোর্ড বলেছেন: না, তবে চতুর্থ রাতে ঘুমিয়েছি । অসংখ্য ধন্যবাদ ।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

করুণাধারা বলেছেন: ছবিটা পাবার পর কি লেখার ধারণাটা আপনার মাথায় এলো, নাকি সত্যি তিন রাত না ঘুমানোর পর এই লেখা লিখে, ছবি টা খুঁজে বের করলেন? তবে যেটাই হোক, লেখা আর ছবি চমৎকারভাবে পরস্পরের পরিপূরক হয়েছে!

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৩

সাইন বোর্ড বলেছেন: ছবিটা অাগে পেলেও লেখার ভাবনটাই মাথায় প্রথমে এসেছে, এর সাথে তিন রাত ঘুম না হওয়ার সম্পর্ক তো অবশ্যই অাছে; যা অামাকে শেষ পর্যন্ত মহা ঘুমের কথায় স্মরণ করিয়ে দিয়েছে । অামার কাছে মনে হয়েছে, দিনে জেগে থাকা অার রাতে ঘুমানো - এটা খুব সাধারন একটা ব্যাপার । সৃষ্টিকর্তা কিছু মানুষকে শুধু এর জন্য পাঠায় নি, তাদের বেঁচে থাকা মানে জেগে থাকা । অার ঘুমের জন্য অাছে অনন্ত মহাকাল মানে মৃত্যু । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

নীল আকাশ বলেছেন: তিন রাত ঘুমিয়ে থাকলেন কিভাবে? হিমু হয়ে কি রাতের বেলায় বাইরে হাটাহাটি করেন নাকি?

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৮

সাইন বোর্ড বলেছেন: এক সময় হিমু হওয়ার শখ হতো, সেসব অনেক দিন অাগের কথা । এখন বাইরে হাঁটাহাটি করলে ক্রস ফায়ার কিংবা গুম হয়ে যাবার সম্ভাবনা অাছে । =p~ । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৮

রাজীব নুর বলেছেন: Life gives answer in 3 ways… It says Yes & gives u what u want, It says no and gives u something better, It says wait and gives u the Best!

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১২

সাইন বোর্ড বলেছেন: হয়ত অাপনার কথায়'ই ঠিক । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৭

নজসু বলেছেন:



অল্প লেখায় অনেক কথা।
আমার ভালো লাগাটা এই কারণেই বেশি।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৩

সাইন বোর্ড বলেছেন: ঠিকই বলেছেন । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

মনিরা সুলতানা বলেছেন: ঘুম !!
বেশ গুরুত্বপূর্ণ জীবনে।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৫

সাইন বোর্ড বলেছেন: তাতো বটেই, দীর্ঘদিন না ঘুমালে মাথা আউলা-ঝাউলা হয়ে যাবার সম্ভাবনা প্রচুর । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সৃষ্টি ভাল করে দেখার জন্যও ঘুমানোর দরকার আছে...

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৬

সাইন বোর্ড বলেছেন: খুব ভাল বলেছেন, মাথাটা ঠিক রাখা অবশ্যই দরকার । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.