নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
মেঘ-ডাকা পেট, গুড় গুড় শব্দ হলেই
বুঝতে পারে, পরিপাকে সমস্যা হবে । তখন
তুমুল ঝড়-বৃষ্টি শুরু হওয়ার অাগে
বারান্দায় ছাতা ও হারিকেন প্রস্তুত রাখতে হয়; কারন
খুঁটি উপড়ে তার-ছিঁড়ে বিদ্যুৎও চলে যেতে পারে
তারপর দেখা যাবে, বদনা হাতে অন্ধকারে অকুল-পাথার !
কিন্তু জাতীয় গ্রিডে বড় কোন বিপর্যয় না হলে
ভাংগা অায়নার কুচিগুলোও দ্রুত সরিয়ে ফেলা যায়
এবং অনায়াসে বার বার পার হওয়া যায় নদী...
০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪
সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমীর খানের ডায়লগ। লোকে যদি বলে. I love fish, I love chicken. তার মানে এই নয় তারা জানোয়ার মুরগী কে খুব ভালোবাসে। তার মানে লাঞ্চ টাইমে মুরগী অথবা মাছ খাবে।
০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯
সাইন বোর্ড বলেছেন: খুব ভাল বিশ্লেষণ, অসংখ্য ধন্যবাদ অাপনাকে ।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩
রাজীব নুর বলেছেন: ছবিটা দেখে খুব খারাপ লাগলো।
০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০
সাইন বোর্ড বলেছেন: খারাপ লাগার মতই, কারোরই এরকম অবস্থা অামরা অাশা করিনা । ধন্যবাদ অাপনাকে ।
©somewhere in net ltd.
১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯
নজসু বলেছেন:
ছবিটাতে পশুর প্রতি মমত্বও প্রকাশ পেয়েছে।
কবিতা অমায়িক।