নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১.
পাঁচ হাজার তিন শো টাকার ময়না
ক্রেডিট কার্ডের মেয়াদ শেষে
ও এখন ঋণ খেলাপি, বিক্রয় হয় না
খবরদার, পেঁচা তুই হাসবি না !
২.
কিছু কাঁকড়া-স্বাক্ষর, প্রতিদ্বন্দ্বিতাহীন
ভোটের অাগে যদি ঘোষণা দেয়
বিজয়
তাহলে প্লিজ, তুই একটা ঢাক এনে দে
অামি বাজাই...
৩.
অনেক গুলো মাথা পেতে দেওয়া
এর কিছু কি কিনে নেওয়া ?
ইচ্ছে করলে কাঁঠাল ভেংগে খেতেই পারি...
তুমি কলা ছিলে যদি বোজাতে না পারো
কারো কিছু যায়-অাসেনা ।
০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৭
সাইন বোর্ড বলেছেন: বহু বছর অাগে জিয়া মরে গেছে, এখন জীবিতদের নিয়ে ভাবুন, যারা গণতন্ত্রকে খেয়ে রীতিমত হজম করে ফেলেছে । অসংখ্য ধন্যবাদ ।
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
ঢাবিয়ান বলেছেন: ক্রেডিট কার্ডের বার্ষিক নবায়ন ফির নাম '' ঋনখলাপী"!!!!!!!! কিছু বলার ভাষা খুজে পাই না আজকাল।
০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১০
সাইন বোর্ড বলেছেন: এটাই এখন বাস্তবতা, ক্ষমতা মানুষকে কতটা নিচে নামাতে পারে তার অনেক কিছুই এখনো দেখতে বাকী অাছে । ধন্যবাদ, শুভ রাত্রি ।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
রোকনুজ্জামান খান বলেছেন: "ভূল সবই ভূল"
০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৩
সাইন বোর্ড বলেছেন: নিরুপায় মানূষ, ভোটের সব অানন্দই মাটি হয়ে যাচ্ছে কিংবা করে দেওয়া হচ্ছে । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৬
আর্কিওপটেরিক্স বলেছেন: গভীরতা....
০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২০
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।
৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২০
রাজীব নুর বলেছেন: বাঙ্গালীর তিন হাত। ডান হাত, বাম হাত আর অজুহাত।
০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৬
সাইন বোর্ড বলেছেন: এখন অজুহাতটা বেশী কার্যকরী, বাকী দুটার একটা শুধু অাঙুল তুলবে । পড়া এবং মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে সবকিছু, রাজনীতির মাঠেও চেঞ্জ আসছে, এই চেঞ্জটা দরকারি।
০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৪
সাইন বোর্ড বলেছেন: কিন্তু ক্ষমতার জোরে সেটা এক পক্ষকে বাধ্য করলে হবেনা, তাতে অারেক পক্ষ্যের কাছে ক্ষমতা চিরস্থায়ী হবে এবং জনগণ তার অধিকার হারাবে । তাই পরিবর্তনটা সব পক্ষ্য থেকে হতে হবে এবং সেটা স্বাধীনভাবে । পড়া এবং মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৩
হাবিব বলেছেন: অজুহাত ছাড়া চলা মুশকিল।
০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৭
সাইন বোর্ড বলেছেন: এ অজুহাত একটা পক্ষ্যের সাথে মশকারা করার মতো, জনগণও এতে শংকিত । পড়া এবং মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: একটা মশাকেও ঘরে ঢুকতে দিব না...
০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১০
সাইন বোর্ড বলেছেন: ঘরে ঢুকতে দিলেই যদি গদিতে টান পড়ে, তাহলে সেটা তারা দেবেনা । স্বাভাবিকভাবে মনে হয় না এ দেশে অার ক্ষমতার পরিবর্তণ হবে । অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।
৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭
নজসু বলেছেন:
দারুণ কথন।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
চাঁদগাজী বলেছেন:
জেনারেল জিয়া রাজনীতিকে কঠিন করতে চেয়েছিলেন, সেটা ঘটেছে