নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
ছবিতে যাকে দেখছেন ইনি হলেন কালিবাবা । তবে অামরা একজন দরবেশ বাবাকে চিনি; দেশের সব বন-জঙ্গল বিলীন হয়ে যাওয়ায় যিনি ধ্যানে বসার জায়গা না পেয়ে নগরে বাস করেন । ধবল-সাদা চুল-দাড়িতে তার নূরের অালো । পোশাকও পরেন তিনি সাদা-কালো ।
নির্বাচনের খায়েশ পূরণে একটা পক্ষ্য যখন ঋণ খেলাপি, বিল খেলাপি এবং স্বাক্ষর খেলাপির গ্যাড়াকলে ঠগ বাছতে গ্রাম উজাড় হওয়ার জোগাড়; ঠিক তখনই দরবেশ বাবা নিশ্চিন্তে উপরওয়ালর ধ্যানে মশগুল । তেনার নামে কারা যেন নমিনেশন পেপার সাবমিট করেছে । তিনি নির্লোভ মানুষ, সহায়-সম্পত্তি বলতে তেমন কিছুই নাই । এতএব তিনি জানেন, তার নমিনেশন বাতিল হবেনা, হওয়ার প্রশ্নই উঠেনা ।
এখন বুকের মধ্যে যার কালিবাবার নেশার সরবত, তাকে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে খেয়ে ফেলতে হবে; তাতে যদি পঞ্চরসও মেশানো থাকে - কিছু করার নেই । কারন তার উঠান অার কোন দিনই সোজা হবেনা; যতই নাচ শিখে অাসুক না কেন ।
দরবেশ বাবারা ক্রমশ দীর্ঘজীবী হবে, তাদের পুণ্য একদিন পদ্মা মেঘনা যমুনাকেও হার মানাবে । কারন ওরা জেনে গেছে, দশ কোটি ত্রিশুলের অাঘাত তারা সহ্য করতে পারবে না ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আল্লাহ...তোমার কাছে বিচার দিলাম...
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৬
সাইন বোর্ড বলেছেন: এ ছাড়া অার কি করার অাছে ? অসহায়ের অাল্লায় একমাত্র ভরসা । অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৩
রাজীব নুর বলেছেন: এরকম সমস্ত বাবারাই ১০০% ভন্ড।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৭
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ, শুভ রাত্রি ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
হাবিব বলেছেন: সুন্দর ছবি....... কালো কিসের প্রতীক জানেন? শোক ব্যতিত