নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১.
আপিল এবং শুনানি শেষে
যে টিকিটে সীল-মোহর দেওয়া হলো
তাকেও ট্রেনে উঠার আগে
জলপট্টি সঙ্গে নিতে হয়
কারণ, মলম পার্টির চেয়ে মাথা ব্যাথা বেশি খারাপ
২.
কিছু পা্উরুটি গালে জলশূন্য বিলের রেখা দেখলেই
ভেবোনা তুমি ফারাক্কার বাঁধ-খোলা নদী
নিমিশেই ভাসিয়ে দেবে পদ্মা মেঘনা যমুনা...
জেনে রেখো, তোমারও খরা আছে
মাছের আশায় ঠ্যাং ভেংগে দাঁড়িয়ে থাকা বগা
৩.
ষোল কলা পূর্ণ হওয়ার পরও
বাকী থাকে কিছু কদবেল ইচ্ছে
কচ্ছপের পিঠে চেঁপে তখন পার হয় দুঃস্বপ্নের রাত...
০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮
সাইন বোর্ড বলেছেন: একটা কিছু যে লেগেছে - এটাই বা কম কিসের ? ধন্যবাদ, ভাল থাকুন ।
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬
কথার ফুলঝুরি! বলেছেন: কবিতা অর্থবহ । ভালো লেগেছে ।
জীবনে টাকার প্রয়োজন না হলে আমি কিন্তু সকাল ৯ টা না দুপুর ১২ টা পর্যন্ত ঘুমাতাম
০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪
সাইন বোর্ড বলেছেন: বেশি ঘুমালে নাকি অায়ু কমে যায়; তবে বয়স বাড়লে ঘুমও কমে যায় । অার টাকার প্রয়োজনীয়তাকে অস্বীকার করি কি করে ?
কবিতা ভাল লেগেছে জেনে অামারও ভাল লাগল । ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯
নজসু বলেছেন:
শিরোনাম এলোমোলো।
কিন্তু বড্ডো গোছানো।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫
সাইন বোর্ড বলেছেন: অাপনি যেহেতু নিয়মিত অামার কবিতা পড়েন, এ জন্য লেখার ভাবনাটা ধরতে পারা অাপনার জন্যে অনেকটা সহজ । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩
আতোয়ার রহমান বাংলা বলেছেন: ছবিটা অনেক সুন্দর, আপনি তুলেছেন?
০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬
সাইন বোর্ড বলেছেন: না, ফেসবুক থেকে সংগ্রহ । ধন্যবাদ, ভাল থাকুন ।
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯
আর্কিওপটেরিক্স বলেছেন:
০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬
সাইন বোর্ড বলেছেন:
৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ছবিটা জীবন্ত।। উপভোগ্য ছিল।।
আর মলম পার্টির কথা আর কি বলবো। তারা সাফাই কাজে উস্তাদ।
ঠিক এই কাঠবিড়ালির মতোই
০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৭
সাইন বোর্ড বলেছেন: পড়া এবং মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ । ভাল থাকুন ।
৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৯
হাবিব বলেছেন: কে কাকে খাচ্ছে?
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৫
সাইন বোর্ড বলেছেন: বোঝা মুশকিল । পড়া এবং মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ । ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০
রাজীব নুর বলেছেন: বড্ড অদ্ভুত কবিতা। কিন্তু পড়তে ভালোই লাগে।
ছবিটাও বেশ।