নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
এবারের হাটে যেসব গরু বিক্রি হয়নি, তাদের শিং
হঠাৎ করে বড় হয়ে গেছে
তারা হাট থেকে আর বাড়ি ফিরতে চাচ্ছে না
রাস্তায় উঠে একটা অভিজাত বাড়ির সামনে গিয়ে
হাম্বা হাম্বা করছে...
আর হুংকার দিয়ে বলছে, এলাকায় গিয়ে
যাকে সামনে পাবে, তাকেই ঢুঁশ মেরে
কিভাবে উড়িয়ে দেবে
এসব গরুর সমর্থনে নাকি অনেক রাখাল বালক আছে
যারা গরুর ঘাস কাটার পাশাপাশি ভাল
বাঁশি বাজাতে পারে; যে বাঁশির সুরে
অনেক কুকুর, শেয়াল, পিঁপড়ারা ছুটে আসে
এবং তাদের সংগঠনও নাকি বেশ মজবুত
সাধারন একটা এঁড়ে গরুকে কিভাবে ষাঁড় বানাতে হয়
তা নিয়ে এতদিন তারা কাজ করেছে
এখন ফাইনাল লড়াই-এ এসব ষাঁড়কে যদি
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে না দেওয়া হয়, তাহলে
তারা তা মোটেই মেনে নেবে না
যতই কসাই-এর ছুরির ভয় দেখানো হোক না কেন
২| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
রাজীব নুর বলেছেন: মজার কবিতা।
১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৩
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
সেলিম আনোয়ার বলেছেন: জটিল!!!
১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০২
সাইন বোর্ড বলেছেন: অাপনি কবি, অাপনার কাছে মোটেই জটিল হওয়ার কথা না । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৪| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩০
ঢাবিয়ান বলেছেন: মনোয়ন না পাওয়া দুই দলের ডাকাত প্রার্থীদের অবস্থাটা ভালই তুলে ধরেছন।
১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০১
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ, রূপক কবিতার ভাবনা ধরতে পেরেছেন । শুভ কামনা রইল ।
৫| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৫
নজসু বলেছেন:
মজার। হয়তো ইংগিতবাহক।
১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০০
সাইন বোর্ড বলেছেন: পুরোটাই রূপক । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৬| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩০
মাহমুদুর রহমান বলেছেন: সুবোধ! কবে হবে ভোর?
১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯
সাইন বোর্ড বলেছেন: খুলবে যেদিন অপেক্ষার ডোর । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
রাজীব নুর বলেছেন: মজার কবিতা।