নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
সামনে মহান বিজয় দিবস; তাই ১৬-ই ডিসেম্বর পর্যন্ত জাতীয় পতাকার চাহিদা ব্যাপক এবং ব্যবসাও এ কয়দিন ভাল চলবে ।
ক্রেতার পছন্দের কথা মাথায় রেখে ইনি আস্ত কাদি থেকে কলা বিক্রয় করছেন। এ থেকে দৈনিক তার কত টাকা আয় হয়, জানিনা। তবে একটা মাত্র বেগুনি দিয়ে দুপুরের খাবার সারতে দেখলে পাকা হলুদ কলার সৌন্দর্য অনেকটা স্লান হয়ে যায়।
নগরে শীত কিছুটা কম হলেও সচেতন ভিক্ষুক পোশাক ক্রয়ে ব্যস্ত...
মসলা শুধু মুদির দোকানেই পাওয়া যায় না, নগরের ফুটপাথেও পাওয়া যায় এবং তা বেশ বাহারি মসলা।
ব্যক্তিগত চিঠি আসার দিন শেষ হলেও কিছু লেটার বক্স এখনো বেঁচে আছে শুধু ব্যবসায়িক কাগজ পত্র পাঠানোর জন্য।
বিকলাঙ্গ একজন ভিক্ষুক; বাকী জীবনটাও হয়ত এর ভিক্ষা করেই কেটে যাবে...
নগর থেকে হারিয়ে যাচ্ছে সবুজ । তাই, টবের উপর বেড়ে উঠা এই সবুজকে অফিস রুমে রেখে কিছুটা প্রকৃতির সাথে থাকার প্রয়াস...
ফুটপাথের খাবার শুধু দিন মজুর, শ্রমজীবী না; অনেক ভদ্রলোকেও খায়। শুধু পরিচিত লোকজন কেউ না দেখলেই হলো।
এখনোজাঁকিয়ে শীত পড়েনি; তাই ফুটপাথের এই শীতের পোশাকের দোকানটিতে কাস্টমারও ঠিক জমে উঠেনি।
একজন নগর ভিক্ষুক।
ফুটপাথে হরেক রকমের এত সুন্দর পিঠা যেটা পাওয়া যায়, তা না দেখলে বিশ্বাস হতো না।
একটা বাণিজ্যিক ব্যাংকের উপরে ওঠার সিঁড়ি।
এটা একটা ভাঙ্গাড়ি পট্টি, ব্যস্ত সব ভবনের পিছনে যে এত ঘিঞ্জি আর নোংরা একটা গলি আছে, তা আগে জানতাম না।
একজন বামনি ভিক্ষুক। হয়ত এরও আছে স্বামী, সংসার, ছেলে-মেয়ে...
এরকম বিভিন্ন পীরের নামে খাবার হোটেল, আবাসিক হোটেল, ট্রেন, বাস, ফেরিসহ অনেক কিছু দেখতে পাই আমরা। জানিনা, এসব নাম রাখায় বাড়তি কোন ফজিলত আছে কিনা।
১টার দাম ৪০০ টাকা, ২টা কিনলে ৭০০ টাকা। তবে প্যান্টের সাইজের সাথে কোমরের সাইজ অবশ্যই মিলতে হবে। তার চেয়েও বড় কথা, বৃদ্ধ এই চাচার জন্য আমাদের সামাজিক এবং মানবিক দায় বদ্ধতা। এই বয়সে ফুটপাথে দাড়িয়ে প্রখর রোদের মধ্যে কেন এভাবে প্যান্ট বিক্রি করতে হবে তাকে ?
নোট: উপরের সব ছবি'ই ঢাকার দিলকুশা বানিজ্যিক এলাকা থেকে গতকাল উঠানো ।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯
সাইন বোর্ড বলেছেন: অামি একবার এই হোটেলে খেয়েছি, অামার কাছে অবশ্য ততটা খারাপ মনে হয়নি । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮
পবিত্র হোসাইন বলেছেন: ব্যস্ত নগর , ব্যস্ত মানুষ , ব্যস্ত জীবন
১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫
সাইন বোর্ড বলেছেন: ঠিক বলেছেন, অসংখ্য ধন্যবাদ ।
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮
অপ্সরা বলেছেন: ঢাকার শহর দেখা হয়ে গেলো!
১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭
সাইন বোর্ড বলেছেন: শুধু দিলকুশা বানিজ্যিক এলাকার কিছু চিত্র দেখলেন, পুরো ঢাকা দেখাতে পারলে অবশ্য অামারও ভাল লাগত । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
তারেক_মাহমুদ বলেছেন: ভাই এগুলোতো মতিঝিলের ছবি, এই ট্রাওজার বিক্রেতার সাথে প্রতিদিন দেখা হয় ইনি দিলকুশা ইউনুছ টাওয়ারের বিপরীত পাশে বসে। হোটেল শাহ চন্দ্রপুরি এটা দিলকুশা ন্যাশনাল ব্যাংকের গলিতে এখানে আমি মাঝে মাঝেই সকালের নাস্তা করি। আর যে মহিলা বামনি ভিক্ষুকের ছবি দিয়েছেন উনাকে মাঝেমাঝে স্টেডিয়ামের পাশে দেখি।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৮
সাইন বোর্ড বলেছেন: তাহলে তো অাপনার প্রতিদিনের চেনা জায়গা, চেনা মানুষকে ব্লগে পেয়ে অারো বেশি ভাল লাগার কথা । অারেকটু ভাল করে খেয়াল করে দেখুন, কলা বিক্রেতা কিন্তু ইউনুস টাওয়ারের গোড়ায় বসে অাছে । অাসলে অামি জায়গা ও ছবির চেয়ে ভাবনাকেই বেশি প্রাধান্য দিয়েছি । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
আর্কিওপটেরিক্স বলেছেন:
১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৩
সাইন বোর্ড বলেছেন: এটা কি মজা ? অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
হাবিব বলেছেন:
এক নজরে ঢাকা শহর দেখা হলো.................
খুব সুন্দর ছবিগুলো
১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২২
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৫
রাজীব নুর বলেছেন: ভালো পোষ্ট।
ছবি পোষ্ট আমার বেশি ভালো লাগে।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২২
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১০
সাদা মনের মানুষ বলেছেন: এমন ছড়ানো ছিটানো ছবি দেখলে মনটা ভালো হয়ে যায়, এমন আরো চাই।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২১
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ অাপনাকে, শুভ কামনা রইল । এর অাগেও এরকম বেশ কয়েকটি পোষ্ট করেছি, অাপনার ভাল লেগেছে জেনে অামারও ভাল লাগল । ভবিষ্যৎ এ অবশ্যই দেবো ।
৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৯
ওমেরা বলেছেন: ঢাকা শহর দেখানোর জন্য ধন্যবাদ।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৮
সাইন বোর্ড বলেছেন: অাপনাকেও অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৮
আহমেদ জী এস বলেছেন: সাইন বোর্ড,
ছবি দেখে গানটি মনে পড়ে গেলো -
ঢাকার শহর আইসা আমার পরাণ জুড়াইছে ................
১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৭
সাইন বোর্ড বলেছেন: এটি সম্ভবত অাশির দশকের গোড়ার দিকের অশিক্ষিত ছবির একটি গান, কোন এক সাক্ষাৎকারে শুনেছিলাম, যখন মাত্র ফার্মগেট ওভার নির্মিত হয়েছে, গানটি সে সময়ের চিত্রায়ন । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
১১| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৮
সুমন কর বলেছেন: ক্যাপশনগুলো যথার্থ হয়েছে। সুন্দর পোস্ট।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৪
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
১২| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: গরীব, অসহায় বিক্রতোদের দেখলে আমার চোখে পানি আসে। হেরে যাবে জেনেও কত প্রার্থী কোটি কোটি টাকা দিয়ে নির্বাচন করছে...
১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৫
সাইন বোর্ড বলেছেন: সত্যিকার দেশ প্রেমিক রাজনীতিবিদদের হাতে ক্ষমতা থাকলে দেশ অাজ এ অবস্থায় থাকতো না, ধনী-দরিদ্রের ব্যবধানটাও অনেক কমে যেতো । যাইহোক, এসব অাজ শুধুই স্বপ্ন, দেশ চলে গেছে মাফিয়াদের হাতে ।
১৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২০
মাহমুদুর রহমান বলেছেন: ছবি পোষ্ট আমার ভালো লাগে।শেয়ার করার জন্য ধন্যবাদ।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৬
সাইন বোর্ড বলেছেন: অাপনাকেও অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
১৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৪
নজসু বলেছেন:
এবারের ছবিগুলোর অনুভব আলাদা ।
ভালো লাগলো।
১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১১
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
১৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৪
নজসু বলেছেন:
দেশের তরে যুদ্ধ করে দিল যারা প্রাণ
শ্রদ্ধাভরে স্মরণ করে গাই তাদেরই গান।
১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৪
সাইন বোর্ড বলেছেন: প্রকৃত স্বাধীনতার অপেক্ষা আজও...
©somewhere in net ltd.
১| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬
ল বলেছেন: সব ধরনের ছবি একসাথে --
পীরের হোটেলের খাবারের মানতো বিপদজনক যেমনটা ভাঙ্গারীী গলি ---
এসব কি দেখার কোন কতৃপক্ষ নেই!!