নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

গুটি

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৮


১.
৯৯ এসেও যার সাপে কাটা পা,
সে এখন ওঝা ডাকবে - সময় কোথায় ?
অথচ আঙুল এবং বাটি চালানের পর
একবার আইসিইউ-তেও নেওয়া যেতো,
কিন্তু দুরমুস ডাক্তার
এক কথায় বলে দিয়েছে -

ওকে শূন্যতেই ফিরে যেতে হবে ।
কারণ তুমিও জানো, কিছু অলরাউন্ডার
ফাকা মাঠ না পেলে গোল দিতে পারবে না ।

২.
ধারণা করা হচ্ছে
বৃষ্টির পর হাড় কাঁপানো শীত আসলেও
কিছু লেপ আর কখনই শরীর পাবেনা । কারণ
কম্বল যুদ্ধে যারা ইতোমধ্যে এগিয়ে গেছে
তারা জানে, তলাবিহীন ঝুড়িতেও
কিভাবে চেতনার ফেরি করতে হয়

তারপর দীর্ঘমেয়াদি বাম্পার প্রফিট শেষে
চাঁদের দেশে ভাগাড় বানায়...

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৫

রাজীব নুর বলেছেন: কবিতায় সেই রকম খোঁচা আছে।
ভালো কবিতা। সস্তা আবেগ নেই, পুতুপুতু প্রেমের কথাবার্তা নেই।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১১

সাইন বোর্ড বলেছেন: বেশ তো, অাপনিও অামার কবিতা বুঝতে পারছেন । ধন্যবাদ, শুভ রাত্রি ।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৮

শাহিন-৯৯ বলেছেন:



কোন বিবেকবান খেলোয়ার ফাঁকা মাঠে গোল দিতে চাইবে না কারণ তাতে নামের পাশে গোল শব্দ লেখা থাকলেও ইতিহাসে ছাগল মার্কা খেলোয়ার হিসাবে লেখা থাকবে।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

সাইন বোর্ড বলেছেন: কিন্তু সেটা যদি হয় ক্ষমতা যাবার অন্যতম অস্ত্র, তাহলে তার সব অায়োজন তারা করবে । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪০

ঢাবিয়ান বলেছেন: সাপে পা কাটলেও এবার সামনে এগিয়ে যেতেই হবে।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

সাইন বোর্ড বলেছেন: সেই সুযোগ কি অার রাখা হচ্ছে ? নির্বাচনের অার কয়দিন বাকী ? অথচ এখনো অনেক প্রার্থীকে অাদালতের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে এবং অাজ বেশ কয়েক জনের প্রার্থীতা ফাইনালী বাতিল হয়ে গেছে । এবং ফাকা মাঠে গোল দেওয়ার সুযোগ তৈরী হয়ে গেছে । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চরম ও তীক্ষ্ণ রূপক কবিতা...

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৭

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫

হাবিব বলেছেন: খুব ভালাে লেগেছে আজকের লেখা। ১ম অংশ তো খুবই চমৎকার

১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.