নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
তুমি বলতেই পারো -
কোন মাথা'ই জোর করে নিচু করা হয়নি
তবু কিছু মাথা কেন নুইয়ে পড়লো ?
এই যে সোনালী ফসলের দেশ
এখনো তার কাঁঠাল পাকার ঘ্রাণ
নুইয়ে পড়া মাথায়
যার কাঁঠাল ভেংগে খাওয়া । তারপর
গিরগিটি ও কাঠবিড়ালির মুখ লুকিয়ে চলা...
অংক//
সরল অংক-কে জটিল করে তোলে
বোকা
যেমন ৩০০ থেকে ২৫০ বাদ দিলে
যা বাকী থাকে, তা হলো
দয়া
অথচ যে পঞ্চাশও বলতে পারেনা
তার হিসাবে ভুল হবেই ।
সূর্য ডোবার আগে
সে পটলের ক্ষেত পার হবে না ।
১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮
কাওসার চৌধুরী বলেছেন:
দারুন কাঁঠাল অংক। এসব অংক বিশারদরা ০০ থেকে ৩০০ মাইনাস করার ফরমুলা জানে।
১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২
সাইন বোর্ড বলেছেন: তার প্রয়োগ অলরেডি শুরু হয়ে গেছে । এখন ফলাফল শোনার অপেক্ষা....
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৪
রাজীব নুর বলেছেন: ৩০০ থেকে ২৫০ বাদ দিলে --------------!!!