নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
দু'দিনের বৃষ্টিকে ঠিক নিম্নচাপ বলা যায় না
বলতে পারো পৌষ মাস । খেঁজুর গাছের হাড়ি বাঁধা লোকটি
যখন রসের হাড়ির বদলে ধরে আনে ভেজা হাওয়া; তখন
আমার মুড়ি ভাজা শরীরও আরেকটু উষ্ণতা চায়
সেটা কি তুমি বুঝো না ?
ফেসবুকের ওয়ালে চোখ বুলাই
প্রথমে ভাইরাল হওয়া একটা মেয়ের নাচ দেখি, তেরে কাটা তে, তা তা
আরেকটু নিচে গেলেই কারা যেনো দৌড়ে পালায়...
নির্বাচনী মিছিলে পুলিশের আক্রমন, ওরা কি পুলিশ ?
কে পোশাক দিয়েছে ওদের ?
এবার বুঝতে পারি, কেন ওরা ঘণ ঘণ বাথরুমে যায়,
নিম্নচাপ তাহলে আকাশে না, ঐখানে
মানে বুকে, পিঠে, পোদে, মাথায় আর মননে
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৩
সাইন বোর্ড বলেছেন: গত বছর তো কয়েক জেলায় রেকর্ড করেছিল, শীত মন্দ না কিন্তু অতি দরিদ্রদের কথা চিন্তা করলে কষ্ট লাগে । অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২২
মাহমুদুর রহমান বলেছেন: খেজুরের রস খাওয়ার প্রবল ইচ্ছা জাগিয়ে দিলেন।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩০
সাইন বোর্ড বলেছেন: বাইরে যে ঠাণ্ডা শুরু হয়েছে, তাতে বিশেষ করে সকাল বেলায় খেঁজুরের রস খেয়ে সহ্য করা কঠিন । তারপরও খেঁজুরের রস বলে কথা । অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: চোখ বুলাই হবে কথাট
ভাল্লাগলো
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৯
সাইন বোর্ড বলেছেন: বানানটি নিয়ে আমার আগেই সন্দেহ ছিল, অসংখ্য ধন্যবাদ আপনাকে, শুভ রাত্রি ।
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৭
ল বলেছেন: বাহ চমৎকার
একরাশ মুগ্ধতা প্রিয় কবি
১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১০
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।
৫| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১২
প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩২
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
এবার শীত নাকি খুব বেশি হবে?