নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
এবার সবজির বাজার বেশ সস্তায়'ই বলা যায় । যেমন -
২০ টাকা কেজি ফুলকপি, ২৫ টাকা কেজি ছিম, ৩০ টাকায় নতুন আলু...
এরমধ্যে কাঁচা মরিচের দাম অবশ্য আলাদা করে না বললেও চলে,
আর মুলোর কথা বলছিনা; কারণ অনেকেরই বায়ু ত্যাগে সমস্যা আছে
এসব সবজির পাশাপাশি্ বাজারে এবার নতুন কিছু সবজিও পাওয়া যাচ্ছে
যা দেখতে অনেকটা চাল কুমড়োর মতো; সবুজ, মসৃণ এবং সুন্দর,
কেউ কেউ বলছে- না, এগুলো দেখতে একেবারে তাদের প্রিয় শিল্পীর মতো ।
যাইহোক, বাজারে এবার এগুলোও খুব সস্তায় পাওয়া যাচ্ছে...
তবে তা অবশ্যই ভার্চুয়াল মার্কেটে; বিশেষ করে ফেসবুকে
কারণ, ফেসবুকই হলো বর্তমানে সব চেয়ে জনপ্রিয় মার্কেট প্লেস
যেখানে কাপড় খুলেও নিজেকে বিক্রি করা যায়, অনায়াশে ।
২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২১
সাইন বোর্ড বলেছেন: প্রকাশ খুব সহজ-সরল হলেও এটা কবিতা, হয়ত এরকম প্রকাশ অন্য কারোর সাথে মেলাতে পারবেন না, কারণ মাঝে মাঝে আমি নিজেই নিজেকে ভাঙ্গার চেষ্টা করি, তখন আগের প্রকাশের সাথে বর্তমানের কোন মিল থাকেনা । তবে একটা বার্তা দেওয়ার চেষ্টা করি সব সময় । যাইহোক, আমার এই প্রকাশের ভিন্নতাকে কেউ যদি অকবিতা বলে, তাতে আমি কিছু মনে করিনা; কারণ আমি একান্তই আমার মত করে লিখছি - এটাই আমার কাছে বড় কথা । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫
রাজীব নুর বলেছেন: ফুল কপি কেজিতে বিক্রি হয় না। পিছ হিসেবে বিক্রি হয়। এক পিছ ২০/২৫ টাকা।
সিম কেজি ২০ টাকা। কাঁচা মরিচও ২০ টাকা নতুন দেশী আলুন ৩৫ টাকা। টমেটো -৩০ টাকা।
দাম আর একউ কম্বে এক সপ্তাহ পর।
২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১
সাইন বোর্ড বলেছেন: আপনি সম্ভবত গুণতি বাজার থেকে সব সময় ফুলকপি কিনছেন, ফুলকপি আরো বেশ কয়েক বছর আগে থেকেই কেজিতে বিক্রি হচ্ছে । সবজির ফুল সিজনে দাম কমাটাই স্বাভাবিক । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯
কাওসার চৌধুরী বলেছেন:
চমৎকার ভাবনা; নতুন স্টাইলে লেখা কবিতার আড়ালে সমাজের চেহারা!!
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৬
সাইন বোর্ড বলেছেন: আপনার উপলব্ধির কথা জেনে ভাল লাগল । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫
পবিত্র হোসাইন বলেছেন: চাল কুমড়া ভাজি আমার প্রিয়।
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৫
সাইন বোর্ড বলেছেন: ভাল লাগার মতই জিনিস । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সব কিছু সাধারণ মানুষের সামর্থের মধ্যে থাকাই উচিত।
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৪
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৪
অগ্নি সারথি বলেছেন: কাপড় খুলে বিক্রিতে জমজমাট ব্যবসা!
২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭
সাইন বোর্ড বলেছেন: সত্যিই খুব নিম্ন রুচির কারবার এসব ।
©somewhere in net ltd.
১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬
কালীদাস বলেছেন: আধুনিক সাহিত্যের কিছু জিনিষ আমাকে বেশ বিভ্রান্ত করে। আপনার লেখার ইনার ম্যাসেজটা ভাল লেগেছে আমার। কিন্তু এটা কি মাইক্রোব্লগ না আধুনিক কবিতা, লেখাটার ফরম্যাটিং আমাকে এই ব্যাপারে কনফিউজড করে ফেলেছে