নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১.
বৃহস্পতিবার রাত থেকে তাদের যাত্রা শুরু
যারা ভোট দিতে যাবে, গ্রামে;
নিম-পাতার রসে জমা তাদের স্বাধীনতা
অথচ আজ থেকে গাড়ীর সব টিকিট নাকি হাওয়া !
২.
দেখতে মানুষের চামড়া, অথচ মানুষ না
কেউ কেউ বলে, ওটা আসলে ট্রান্সপোর্টেরই চামড়া,
যাত্রী বেশি দেখলেই ভাড়া বাড়িয়ে দেয়...
যতই তুমি গালি দাও -
শালা হারামির বাচ্চা, এখন তো ঈদ না..
৩.
কাক না হতে পারার অপরাধে
যারা এখন বানর । তাদের জন্যে
শুকনা বাশে তৈল মর্দন করা হচ্ছে
যাতে তারা তৈলাক্ত বাশ বেয়ে
একদিন উপরে উঠতে পারে...
৪.
পাহাড়ী তিন জেলা বাদ দিলে
আমাদের সব ভূমিই প্রায় সমতল,
তবু, কারো লেভেল প্লেয়িং ফিল্ড চাওয়া
মানে, শিং মাছের পুকুরে ভোদড় নামা ।
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৯
সাইন বোর্ড বলেছেন: বৃহস্পতিবার রাতে ভাল গাড়ীর টিকিট পাওয়ার সম্ভাবনা খুব কম, আর পেলেও অতিরিক্ত ভাড়া দিয়ে কাটতে হবে । তবে এর আগে গেলে তেমন সমস্যা হওয়ার কথা না । অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৯
ওমর আমজাদ বলেছেন: খুব ভালো লিখেছেন।
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪২
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ, শুভ রাত্রি ।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসাধারণ +
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২০
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৫৮
ল বলেছেন: বেশ ভালো লাগলো।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০০
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৬
রাজীব নুর বলেছেন: ্সুন্দর কবিতা।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০০
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৩
অগ্নি সারথি বলেছেন: শিং মাছের পুকুরে ভোদর নামলে, খেলা হপে!
২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩
সাইন বোর্ড বলেছেন: সব ঘাট বাঁধা, হিসেবও পাকা । কোন খেলাই হবেনা । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
©somewhere in net ltd.
১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২০
নাহিদ০৯ বলেছেন: আমি তো বাড়ি যাওয়ার কথা ভাবছিলাম। বাড়ি কি যেতে পারবো??