নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

রাতজাগা

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১২


৪৫০টা সিল দেওয়ার পর আঙুল দুটো তখন অসাড়
এদিকে ঘুমে ক্রমশ ভেঙ্গে পড়ছে দু'চোখ...
ক্লান্তি কি শালার ক্ষমতার চেয়েও শক্তিশালী নাকি
যে, ইচ্ছে করলেই তাকে ঝেঁটিয়ে বিদায় করা যাবে না ?
- যাবে ।
এই ভেবে সে প্রথম অনুভব করলো -
বুক তার আসলে এক গহীন খাঁচা, সেখানে এক ময়না পাখির বাস
হিমালয়ের দুঃখ নিয়ে যে এখন ছটফট করছে...

কিন্তু ব্যাথাটা তার বুকে বাজছে কেন ? একদম বুকে

এবার মনে হলো, এখান থেকে দৌড়ে পালালে কেমন হয় ?
তারপর বাইরে বেরিয়ে সে আকাশের দিকে চাইলো -
বাঁধ ভাঙ্গা কুয়াশার মধ্যেও স্পষ্ট নক্ষত্রকে দেখা যায়,
দূর থেকে তখন ভেসে আসছে ফজরের আযান...

অথচ এতক্ষণ ভুলেই গিয়েছিল যে, টুপিটা তার মাথায়'ই ছিল
একেবারে ফকফকা সাদা একটা টুপি ।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২০

মিন্টু ভাই বলেছেন: আমার দুই বন্ধু ১১২২ টা

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৭

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ তার অবশ্যই প্রাপ‌্য, সাথে শুভ কামনা ।

২| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৩

পবিত্র হোসাইন বলেছেন: ভালো লিখেছেন ।

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৮

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

৩| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৩

কিরমানী লিটন বলেছেন: সময়ের ধ্বনি ...
মুগ্ধ ভালোলাগা।

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৭

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৪| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৫

হাবিব বলেছেন: এমনটাই কি হয়েছে?

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২১

সাইন বোর্ড বলেছেন: অনেককেই রাত জাগতে হয়েছে, পৌষ মাসের শীতঘুমকে উপেক্ষা করে রাত জাগাটা সত্যিই অনেক কষ্টের; এটাও এক ধরণের ত্যাগ । ধন্যবাদ, ভাল থাকুন ।

৫| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ডাকাটিতর চিত্রটা যথার্থভাবেই ফুটে উঠেছে।

এযে লজ্জা! বিষম লজ্জা!

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৮

সাইন বোর্ড বলেছেন: এরপর তো আর আমাদের লজ্জা থাকার কথা না। অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৬| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৯

রাজীব নুর বলেছেন: Happy New Year

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৪

সাইন বোর্ড বলেছেন: শুভ কামনা ।

৭| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৮

কালীদাস বলেছেন: খুবই শক্তিশালী কবিতা। কোন বড় নামডাকওয়ালা কবি এ জিনিষ লিখলে এতক্ষণে বিলক্ষণ জেলে চলে যেত ;)
চমৎকার:)

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৭

সাইন বোর্ড বলেছেন: আপনার ধারণা একেবারে অমুলক নয়, হিরো আলমের মত মানুষও যখন রেহায় পায় না, তখন আমরা কেউ'ই সন্দেহের বাইরে নই । অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.