নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
৪৫০টা সিল দেওয়ার পর আঙুল দুটো তখন অসাড়
এদিকে ঘুমে ক্রমশ ভেঙ্গে পড়ছে দু'চোখ...
ক্লান্তি কি শালার ক্ষমতার চেয়েও শক্তিশালী নাকি
যে, ইচ্ছে করলেই তাকে ঝেঁটিয়ে বিদায় করা যাবে না ?
- যাবে ।
এই ভেবে সে প্রথম অনুভব করলো -
বুক তার আসলে এক গহীন খাঁচা, সেখানে এক ময়না পাখির বাস
হিমালয়ের দুঃখ নিয়ে যে এখন ছটফট করছে...
কিন্তু ব্যাথাটা তার বুকে বাজছে কেন ? একদম বুকে
এবার মনে হলো, এখান থেকে দৌড়ে পালালে কেমন হয় ?
তারপর বাইরে বেরিয়ে সে আকাশের দিকে চাইলো -
বাঁধ ভাঙ্গা কুয়াশার মধ্যেও স্পষ্ট নক্ষত্রকে দেখা যায়,
দূর থেকে তখন ভেসে আসছে ফজরের আযান...
অথচ এতক্ষণ ভুলেই গিয়েছিল যে, টুপিটা তার মাথায়'ই ছিল
একেবারে ফকফকা সাদা একটা টুপি ।
০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৭
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ তার অবশ্যই প্রাপ্য, সাথে শুভ কামনা ।
২| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৩
পবিত্র হোসাইন বলেছেন: ভালো লিখেছেন ।
০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৮
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।
৩| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৩
কিরমানী লিটন বলেছেন: সময়ের ধ্বনি ...
মুগ্ধ ভালোলাগা।
০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৭
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৪| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৫
হাবিব বলেছেন: এমনটাই কি হয়েছে?
০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২১
সাইন বোর্ড বলেছেন: অনেককেই রাত জাগতে হয়েছে, পৌষ মাসের শীতঘুমকে উপেক্ষা করে রাত জাগাটা সত্যিই অনেক কষ্টের; এটাও এক ধরণের ত্যাগ । ধন্যবাদ, ভাল থাকুন ।
৫| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ডাকাটিতর চিত্রটা যথার্থভাবেই ফুটে উঠেছে।
এযে লজ্জা! বিষম লজ্জা!
০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৮
সাইন বোর্ড বলেছেন: এরপর তো আর আমাদের লজ্জা থাকার কথা না। অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৬| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৯
রাজীব নুর বলেছেন: Happy New Year
০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৪
সাইন বোর্ড বলেছেন: শুভ কামনা ।
৭| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৮
কালীদাস বলেছেন: খুবই শক্তিশালী কবিতা। কোন বড় নামডাকওয়ালা কবি এ জিনিষ লিখলে এতক্ষণে বিলক্ষণ জেলে চলে যেত
চমৎকার
০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৭
সাইন বোর্ড বলেছেন: আপনার ধারণা একেবারে অমুলক নয়, হিরো আলমের মত মানুষও যখন রেহায় পায় না, তখন আমরা কেউ'ই সন্দেহের বাইরে নই । অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২০
মিন্টু ভাই বলেছেন: আমার দুই বন্ধু ১১২২ টা