নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১.
আমাদের এক কুড়ি বছর পর, হঠাৎ
তিন রাস্তার মোড়ে চায়ের পরিবর্তে নিলাম আপেলের স্বাদ,
সেদিন কথার চেয়ে টাকার ঝুমঝুমিটা বেশি মনে হলেও
তোর ছেলে যে রুয়েটে এ চাঞ্চ পেয়েছে,
এটা শুনে বেশ ভাল লাগল
তারপর তোর সিরিয়াস নির্বাচনের কথা, নিশ্চিৎ বিজয়, আর
আকাশ ছোঁয়া উন্নয়নের অট্রালিকায় উঠতে না পেরে
আমি অবশেষে কিছুক্ষণ চুপচাপ মাটিতেই বসে রইলাম
কারণ আমি জানি, ইতোমধ্যে তুইও পেয়ে গেছিস
একটা হীরক রাজার দেশ, কিছু লাগ ভেলকি লাগ...
সেখানে মানুষ তার অধিকার হারা, কিংবা
নির্বাচন মানে ভোট ভোট খেলা - সব ভূঁয়া
২.
গলায়
দু'শ টাকার নৌকা ঝুলিয়েও
বেলা শেষে
যে নিজের স্বাক্ষরটাও রাখতে পারলো না
ভোটে
আঙুলে তার
কালির পরিবর্তে মুখে এখন রঙের ঝাপটা
ভয়
ভবিষ্যতে তাকেও কি মোবাইল ঘর বানাতে হবে ?
বনে
জঙ্গলে
রাতে
বিরাতে ?
... সবাইকে ইংরেজি নব বর্ষের শুভেচ্ছা ।
০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:২১
সাইন বোর্ড বলেছেন: দশ কোটি ভোটার ভূঁয়া, তবে সব বিজয়ীই সত্য । অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।
২| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৯
হাবিব বলেছেন: কিছু কি বলা যাবে?
০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৩
সাইন বোর্ড বলেছেন: বলুন...
৩| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ।
০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৮
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।
৪| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৭
হাবিব বলেছেন: আসলে আমাদের নেতাদের মনের চাইতে পেত বড়........
গরীবেরা ঢাকেনা দেখে চোখে পড়লো, কিন্তু বড়লোকেরটার কি করবেন?
০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৭
সাইন বোর্ড বলেছেন: এরকম দৃষ্টিকোণ থেকে দেখলে অবশ্যই ঠিক বলেছেন, কিন্তু ছবিটা এখানে দিয়েছি জাস্ট ছবি হিসেবেই, তবে শিরোণামে যা বোঝাতে চেয়েছি তা হলো, আমাদের কথা বলতে না পারা কিংবা বাক স্বাধীনতা হরণসহ আমাদের সকল প্রকার নাগরিক অধিকার হরণ; যাতে করে সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই পেট দিন দিন ফেঁপে যাচ্ছে । অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।
৫| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫১
তারেক ফাহিম বলেছেন: ভুয়া ভোট বিজয়ীতো সত্য
০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৫
সাইন বোর্ড বলেছেন: ঠিক বলেছেন । অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।
৬| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০১
রাজীব নুর বলেছেন: হা হা হা---
লোকটার পেট টা !!!
শুভ সকাল। ভালো আছেন?
০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৭
সাইন বোর্ড বলেছেন: শুধু লোকটার না, অনেকেরই পেট ফেঁপে যাচ্ছে কোন প্রতিবাদ করতে না পারায় । ধন্যবাদ, আমি ভাল আছি ।
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৩
পবন সরকার বলেছেন: সব ভুঁয়া কথা ঠিক