নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
ভালোবাসা//
প্রেমিক-
আমি তোকে পাইনি, কারণ
তুই জেনে-শুনে আমার সাথে প্রতারণা করেছিস,
কিন্তু একবার হলেও তোকে ন্যাংটো করতে পেরেছি,
- এটাই বা কম কি ?
প্রেমিকা-
তুই আসলে একটা ব্যাকডেটেড পোলা,
আমি ওসব কিছু মনে করিনা ।
ভোট সমাচার//
ভোটের দিন দু'জন গ্রামবাসীর কথোপকথন-
১ম জন - বলা যায়, এবার অনেকটাই সুষ্ঠু ভোট হচ্ছে
২য় জন - কেমন ?
১ম জন - কোন মারামারি, গন্ডগোল নাই
২য় জন - একটু চিন্তা করে, ধর তোর বউ, যার সাথে এক বিছানায় শুয়ে থাকিস এবং যে কাজটা তুই নিয়মিত তার সাথে করিস । এখন একই কাজ যদি তার সাথে অন্য কেউ করে; সেটাকে্ তুই কি বলবি ?
১ম জন - চিন্তা করছে...
আর আমি তখন ২য় জনের মুখের দিকে চেয়ে আছি । কারণ, লোকটা ছিল বড্ড মুর্খ আর অশিক্ষিত ।
০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৯
সাইন বোর্ড বলেছেন:
২| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এইডা কি হইলো !!
০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৯
সাইন বোর্ড বলেছেন: কোনডা ? ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এইডা কি হইলো !!
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এইডা কি হইলো !!
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫১
ইয়োডা বলেছেন: আমার একটি গাভী ছিল। প্রথম দিকে দুধ পানসে লাগতো ।বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দুধের স্বাদ বাড়বে,সেই পানসেই ।
০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৭
সাইন বোর্ড বলেছেন: ভাল, গরু খুব নিরিহ প্রাণী, আমারও পছন্দ, আর গাভী হলে তো কোন কথায়'ই নেই, তার দুধের স্বাদ যত পানসেই হোক না কেন । ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৫
রাজীব নুর বলেছেন: ঢিল ছোড়াই যাদের স্বভাব তারা গাছ পেলেই ঢিল ছূঁড়ে তাতে ফল আছে কি নেই কিংবা থাকলেও সে পাবে কিনা তাও ভেবে দেখেনা ।
০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৩
সাইন বোর্ড বলেছেন: কাজটা নিরর্থক হলেও নিশানা পোক্ত হওয়ার একটা চর্চা অন্তত হয় । যদিও এমনিতে ঢিল ছোঁড়াছুড়ি করা মোটেই ঠিক না । ধন্যবাদ, শুভ কামনা রইল ।
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: