নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
খই ফোটা আনন্দে চিতই পিঠার স্বাদ নিতে গিয়ে
হঠাৎ মরিচবাঁটা মেঘে এখন চোখে-মুখে জলের ঝাপটা, অথচ
কথা ছিল খেঁজুর গুড়ের রসে চলবে দ্বিধাহীন সারারাত, কারণ
কলা-পাতার শরীর যার, উড়াল বাতাসে তা ঝর ঝর,
তার মুখে কিনা বাবলা কাঁটার দেমাক ?
এত সাহস, মেনে নেওয়া যায় না
নে, বাটি ভরে রস নে; চুমুক দিয়ে খাই...
পঞ্চান্ন হাজার বর্গমাইলকে কে জানাবে ? কেউ না
অথচ রাত শেষে বার্তা দেয় ছেঁড়া কাঁথা । তারপর সে খবর
ছড়িয়ে পড়ে থানা, পুলিশ, টিভি, পত্রিকা, মিডিয়া...
তখন সবাই জানতে পারে, মাত্র এক দিনের ব্যবধানে
দ্বিতীবার ধর্ষীত হয় আমাদের মাতৃভূমি, পদ্মা মেঘনা যমুনা...
০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৫
সাইন বোর্ড বলেছেন: এ জাতির কপালে আরো অনেক দুঃখ আছে, আরো অনেক কষ্ট সইতে হবে । ধন্যবাদ, শুভ রাত্রি ।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৫
রাজীব নুর বলেছেন:
হে আল্লাহ আামাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা তৌফিক দাও
০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৩
সাইন বোর্ড বলেছেন: প্রার্থনাটা যেন শুধু আজকের জন্যে না হয় এবং নামাজটাও । অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মারিয়া ভুজঙ্গ তীর কলিজা করিলো চৌচির
কেমন শিকারী তীর মারিলো গো
বিষ মাখাইয়া তীরের মুখে মারিলো তীর আমার বুকে
দেহ থুইয়া প্রানটা লইয়া যায়
আমার অন্তরায় আমার কলিজায়।।।
প্রেম শেল বিন্ধিলো বুকে
মরি হায় হায়
আমার অন্তরায় আমার কলিজায়।।