নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

শিকার

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৬


ধান মাড়াই করার কাজটা সাধারনতঃ একটা গরু দিয়ে হয় না
তাই, আমার অনেক গুলো গরু চাই; যেমন -
শক্তিশালী গরু, তেজি গরু, বলদ গরু, এঁড়ে গরু, বাছুর গরু...
কারণ, আমি তো আর সাধারন বর্গাচাষী না - জমিদার

এখনো আমার'ই কেবল টিকে আছে চিরস্থায়ী বন্দোবস্তো,
বিগত দশ বছরে যা আরো পাকা-পোক্ত;
ইংরেজ এবং পাকিস্তানীরা চলে যাবার পর
বলা যায় আমি এখন সিংহ,
ইচ্ছে করলে প্রতি পাঁচ বছর পর পর গরু গুলোকে
আমি ভেড়াও বানাতে পারি

তারপর গলাছিলা মুরগির মতো তার শরীরের পশম তুলে
অনায়াশে করতে পারি ভেড়াছিলা

ভেবোনা, সে ক্ষমতা আমার নেই;
আছে ।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসাধারন লাগলো।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৯

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৪

হাবিব বলেছেন: আমাদের একটা গাভী আছে, একটা দিয়েই ধান আরাইয়ের কাজ করি

০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৪

সাইন বোর্ড বলেছেন: এ কৌশলটা হয়ত অনেকরেই জানা নেই, তা ছাড়া গাভী দিয়ে অনেকেই ধান মাড়াই এর কাজ করাতে পছন্দ করে না । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৮

শাহিন-৯৯ বলেছেন:

এভাবেই প্রতিবাদ করতে থাকুন একদিন আলো আসবেই।
আমাদের মনে রাখতে হবে রাতের পরে দিন আসবেই তা রাত যতই বড় হোক সে দিনের আলো ঢেকে রাখতে পারবে না সারাজীবন।

০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫২

সাইন বোর্ড বলেছেন: ইতিহাস সে কথায়'ই বলে, অন্ধকার একদিন দূর হবেই । তা না হলে যে আমাদের স্বাধীনতা মিথ্যে হয়ে যাবে । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৭

বলেছেন: নান্দনিক উপস্থাপনা।

০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫০

সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৩

কথার ফুলঝুরি! বলেছেন: আপনার কবিতা গুলো ভাবনায় ফেলে দেয়।
প্রতিটিই অর্থবহ।

০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫০

সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৮

রাজীব নুর বলেছেন: আমি যদি আপনার মতোন করে সুন্দর কবিতা লিখতে পারতাম!!

০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৮

সাইন বোর্ড বলেছেন: আমি আগেও বলেছি, আপনার কিছু ছোট ছোট গদ্য অনেকটা কবিতার মতো হয় । কিন্তু যখন কবিতা লিখেন তখন তাতে আর সেই ভাব ও প্রকাশটা থাকে না । বেশি করে ভাল কবিতা পড়লে এবং নিয়মিত লেখার চর্চা করলে আশা করি আপনার কবিতারও একটা নিজস্ব ষ্টাইল দাঁড়িয়ে যাবে । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৯

কালীদাস বলেছেন: জটিল হয়েছে সাইন বোর্ড :) এত সহজ-সরল ভাষায় এরকম বাঁশ ইদানিংকার কবিতাগুলোতে চোখে পড়ে না।
ইয়ে, ঘিলুওয়ালা কেউ এই পোস্ট দেখলে বিপদে পড়তে পারেন :((

০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৭

সাইন বোর্ড বলেছেন: ভাইজান, আপনি কেন যে আমাকে বার বার তেঁতুল গাছ দেখাচ্ছেন; আমরা সবাই তো শেওড়া গাছেই বাস করছি । আমাদের ভূতের ভয় করলে কি চলবে ? অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.