নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
খুব বেশি দিন আগের কথা নয়, যখন
সব টয়লেট পেপার শুধু শিশ্ন মুছার কাজে ব্যবহার না হয়ে
কিছু পেপার প্রায়'ই মল দ্বারে ব্যাবহার হচ্ছিল
যা থেকে দূর্গন্ধ ছড়িয়ে পড়ছিল চারিদিকে
শুনলাম, এবার সেসব টয়লেট পেপার গুলো নাকি বাদ দেওয়া হয়েছে
কিংবা ছুড়ে ফেলে দেওয়া হয়েছে দূরের কোন ডাস্টবিনে, কারণ
নতুন বাথরুমের পাশাপাশি এবার ওয়াসরুমকেও চকচকে, ঝকঝকে
দূর্গন্ধমুক্ত এবং পরিচ্ছন্ন রাখার অঙ্গিকার ব্যক্ত করা হয়েছে
এখন যারা মনে করছে, এতে করে সভ্য জাতি হিসেবে আমরা
তিন ধাপ এগিয়ে যাবো, তারা
সেলিব্রেট করার জন্য কয়েকটি রজনীগন্ধ্যার স্টিক
ওয়াস রুমের সামনে রেখে আসতে পারে
যাতে করে অন্যরাও তা থেকে কিছুটা সুগন্ধ পায়
০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫২
সাইন বোর্ড বলেছেন: দেখে তো তাই মনে হয় । ধন্যবাদ ।
২| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৯
নাহিদ০৯ বলেছেন: জাতির বিবেক আজ পচে গেছে!! কবিতা ভালো লাগলো.
০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৪
সাইন বোর্ড বলেছেন: তার চেয়েও বড় কথা, জাতি আজ অসহায় । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন নিরন্তর ।
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৯
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৫
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫০
রাজীব নুর বলেছেন: শিরোণামের সাথে কদুর মিল নেই।
০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৫
সাইন বোর্ড বলেছেন: লাও ও কদু একই জিনিস, শুধু এলাকা ভেদে নামের পার্থক্য । এর একটা প্রবাদও আছে । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিতো ভালা না
ভালো লইয়াই থা্ইকো।
০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৭
সাইন বোর্ড বলেছেন: অন্যদেরকেও তো খুশী রাখতে হবে, তাই না ? অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩০
হাবিব বলেছেন: এত্তো বড় লাউ? লাউ কি মাটির গাছের?