নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
কোন দিনই অন্ধকারের হাত-পা ছিল না, তবু
আলো দেখলেই সে হাত বাড়িয়ে দিয়েছে বার বার;
পরে যখন জানতে পেরেছে, ওটা আসলে
কোন আলো ছিল না - ছিল আলেয়া
যেটা বছরের পর বছর দেখে আসছে ফেলানীর বাবা...
যেদিন প্রকাশক তার পত্রিকার ভুল শিরোনামটি
সংশোধনের জন্য সম্পাদককে নির্দেশনা দিয়েছিল
যে, সে জানতে পেরেছে আদালত অমিয় ঘোষকে ফাঁসি নয়,
বেকসুর খালাস দিয়েছে । সেদিন থেকে
তারপরও কুপি হাতে বিচারের দাবী নিয়ে আসে ফেলানী,
প্রতি বছর ঠিক এই দিনে; যখন
আমাদের সকলের ভাগ্যও আটকে গেছে কাঁটাতারে ।
০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫০
সাইন বোর্ড বলেছেন: সে বিচার আমরা দেখে যেতে পারব কিনা, আল্লায়'ই জানে । তবুও চাই, এ হত্যা কান্ডের একদিন সুষ্ঠু বিচার হোক । অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।
২| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আসিতেছে শুভ দিন
দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা
শুধিতে হইবে ঋণ!
আত্মঘাতের আত্ম শ্লাঘায়
ভাসছে যারা খুশিতে
আয়না চেয়ে দেখেনাকো কভু
কি যায় দেখা তাতে???
যতদিন যাক যত বছর
স্বৈরাচারের হয়ই কবর
ইতিহাস কারেও করেনা ক্ষমা
ইতিহাসে সব সত্য আছে জমা।
মিথ্যা লয়ে প্রাসাদ গড়ে
ভিত্তি প্রতারণা
দেখে নিও তা ধুলায় লুটাবে
বেশিদিন টিকবেনা।
০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৩
সাইন বোর্ড বলেছেন: ইতিহাসই এখন আমাদের শান্তনা, সেই সুদিনের অপেক্ষায় আজ পুরো জাতি । অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩২
হাবিব বলেছেন:
ভাগ্য কবে ছিলো ভালো গরীব ফেলানীদের!
সারাজীবন দু:খে কাটে মার খেয়ে যায় তাদের........
০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৬
সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:২৭
সেলিম আনোয়ার বলেছেন: হয়তো কোনদিন বিচার হবে।।।
০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৩
সাইন বোর্ড বলেছেন: সেই সুদিনের অপেক্ষায় আজ পুরো জাতি । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন নিরন্তর।
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৭
নজসু বলেছেন:
ফেলানীরা এভাবে বারবার মরার জন্য বারবার জন্ম নেয়।
০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৪
সাইন বোর্ড বলেছেন: হয়ত তাই'ই । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন নিরন্তর।
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৪
মাহমুদুর রহমান বলেছেন: একদিন এই হত্যারকান্ডেরও বিচার হবে।