নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
তোমাকে মেরে আর কত দূর যাওয়া যায় ?
দুই ছিলকা গাঁজার টানে তিন টার্ম পেয়ালা ভর্তি মাংস
বৈঠকি বনভোজনে যার তারাপদ শিকার;
যত পারিস, খাবি খা...
এই তো ?
তার চেয়ে তোমাকে মাড়িয়ে যাওয়া বরং বেশি ভালো
সবাই জানবে আমি চৌকস, অনেক বেশি কৌশলী;
তুমি যখন একটা কাঁচা বেলও বগলে চাপ দিয়ে ভাংতে পারছো না
আমি তখন একের পর এক পাকা মেওয়া ভাংছি অনায়াশে
আমার আয়ু তো বাড়বেই, তোমার মরা ঘাটে
জল থৈ থৈ ফসলের চাষে...
আমি এখনো তরতাজা ।
০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: জিঘাংসাময় কবিতা।
ছবিটা খুব সুন্দর!
০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০১
সাইন বোর্ড বলেছেন: ছবির কৃতিত্ব অবশ্য গুগল মামুর । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৬
নাহিদ০৯ বলেছেন: দারুন কবিতা। গত কয়েকদিনের কবিতা গুলোর মধ্যে আমার বিচারে এটা সেরা।
০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০০
সাইন বোর্ড বলেছেন: তার মানে আপনি আমার কবিতা নিয়মিত এবং মনেও রেখেছেন; জেনে ভাল লাগল । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৭
আখেনাটেন বলেছেন: চমৎকার। চমৎকার।
০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৯
সাইন বোর্ড বলেছেন: অনেক দিন পর মনে হয় আপনাকে পেলাম, ভাল আছেন নিশ্চয় । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৫
মনিরা সুলতানা বলেছেন: বেশ লেখা; অন্য রকম স্বাদের।
০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৭
সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩০
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।
০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৭
সাইন বোর্ড বলেছেন: একটা কবিতায় একেকজন পাঠক যখন বিভিন্ন এ্যাংগেল থেকে তার মত করে রস নিতে পারে তখন সে কবিতা লেখাটা কিছুটা হলেও স্বার্থক হয় । আমি কি নিজের ঢোল নিজেই পেটালাম ? অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
©somewhere in net ltd.
১| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সাবলীল সুন্দর। ভালো লাগা।