নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
ইচ্ছে করলেও যেখান থেকে বের হয়ে আসা যায় না
কারণ, মগজের মধ্যে যার বসতঘর, জানালা-দরজাহীন, আবদ্ধ;
অথচ আমরা জানি, বাইরে অনেকেই অপেক্ষা করছে; কিন্তু
ধরতে গেলেই কাঁচভাঙ্গা হাত, ঝর ঝর রক্ত, শরীর ভিজে একশা
তাহলে এখান থেকে বের হওয়ার উপায় ?
সব নদীও যখন হয়ে গেছে নর্দমার জল; সেখানে
হাঁসের গলায়ও কেউ বেঁধে দিয়েছে ধারালো ছুরি;
এখন বাঁচো অথবা জবেহ করো; নয়তো
সাঁতার দেওয়ার সময় পাবেনা
আর যারা আকাশের দিকে চেয়ে আছে -
কোন ঐশী বাণী অথবা কোন শক্ত হাতের অপেক্ষায়
ভাবছে, একদিন ছিনিয়ে আনবে আকাশ, নদী, মাঠ...
বাইরে তাদের শিশু সন্তানেরা চিল্লিয়ে বলছে -
বাবা, তুমি কখন বাড়ি ফিরে আসবে ?
এরপরও তুমি মগজের ঘরে বন্দি থাকতে চাও ?
১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০১
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
২| ১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অবিচার আর জুলুমের সময় লিপিবদ্ধ হয়ে থাকে
কবির আঁচড়ে
মহাকাল খুঁজে নিক মুক্তির ক্ষন
মহানায়কের অপেক্ষায় আমজনতা
মহা নিরবতা চৌচির করে -
ছিনিয়ে আনবে বলার স্বাধীনতা!
বজ্রনির্ঘোষে আবার কাঁপবে আকাশ
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতা রক্ষার সংগ্রাম।
১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০০
সাইন বোর্ড বলেছেন: সত্যিকার স্বাধীনতার প্রত্যাশা আজ সবার, অথচ ইট চাঁপা ঘাসের মতো তা দমিয়ে রাখা হয়েছে । অসংখ্য ধন্যবাদ ।
৩| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৫
ইসিয়াক বলেছেন: শুভসন্ধ্যা
১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৬
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
৪| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৬
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
৫| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১১
হাবিব বলেছেন: সত্যিই জটিল
১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৬
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
৬| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪০
কালীদাস বলেছেন: চেষ্টা করলে চমৎকার একটা থ্রাশমেটাল হবে এই লিরিকে ভেতরের দহনটা কঠিনভাবে প্রস্ফুটিত হয়েছে কবিতায়!!
১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৫
সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল । অসংখ্য ধন্যবাদ ।
৭| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৫
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫
ল বলেছেন: জটিল মনস্তাত্বিক দ্বন্দ্ব