নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

ফাঁকা

১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৯


১.
তেঁতুল-জলে গোসল দেওয়ার কয়েক মাস পর
জানা গেল-
নারকেলের ছুবা দিয়েও বানানো যায় রশি
যা দিয়ে
মেয়েদেরকে স্কুল-কলেজে না পাঠিয়ে
অন্দর মহলে বেঁধে রাখা যায়

২.
কলাগাছ যদি হয় সাংবাদিক ভাই
তাহলে
ডান হাতের তিন আঙুল তার নাই
তবে বাঁশ ও বয়ামের ভয়ে
সে
কখনো তিলকে তাল বানায়...

৩.
মাঝে মাঝে কিছু কথা ভাতের প্লেটে মাছ
শাক দিয়ে ঢেকে দিলেই
বেখেয়ালি তুমি
চোখ দুটো শুধু এদিক-ওদিক চায়...

ততক্ষণে কুয়োর জলে হরিণ পড়ে
সুন্দরবন আর সুন্দর নাই

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪১

নজসু বলেছেন:




বেশ....... দারুণ হয়েছে।

১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৩

সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১২

রাজীব নুর বলেছেন: ছবি এবং কবিতা জোশ হয়েছে।

১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২২

সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ। আপনাকে পড়লে বাংলা-কবিতার আসরের কবি, ব্লগার ''সাবলীল মনির'' ভাইকে মনে পড়ে।
উনি সমসাময়িক বাংলাদেশ কাব্যিকতার মাঝে বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলতেন।

১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৮

সাইন বোর্ড বলেছেন: আমি খুব অবাক হচ্ছি যে, আপনি বাংলা-কবিতা আসরের কবি, ব্লগার ''সাবলীল মনির'' ভাইকে মনে রেখেছেন এবং তার লেখার ভাবনা ও প্রকাশের স্টাইলের সাথে ব্লগার সাইনবোর্ড এর লেখা মিলে যাওয়ায় তা ধরতে পেরেছেন । এতে করে বোঝা যায় যে, উনার লেখা অবশ্যই ভিন্ন একটা বৈশিষ্ট ধারণ করে । অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভাল থাকুন নিরন্তর ।

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভীষণ ভাল লাগল। কেমন আছেন ভাই?

১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০২

সাইন বোর্ড বলেছেন: জ্বী, ভাল আছি; আপনি ভাল আছেন তো ? পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: "এতে করে বোঝা যায় যে, উনার লেখা অবশ্যই ভিন্ন একটা বৈশিষ্ট ধারণ করে ।" - হ্যা, অবশ্যই। উনার লেখায় আলাদা একটা বৈশিষ্ট্য আছে। অনেকটা আপনার লেখার মতো।

অনেক অনেক শুভকামনা।

১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৯

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, সম্ভব হলে আপনার ফেসবুক আইডি দিয়েন । ভাল থাকুন নিরন্তর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.