নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

শরিক

১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪০


১.
প্রয়োজন শেষ হলেও তার গোলা ভরা ধান
দুই মৌসুমে পাঁচ শো বছরের খোরাক ।
এখন খাবি কত, খা...
কাকেরও তো ময়লা ঘেঁটে ঘেঁটে পার হয় জীবন
তবু, পথিক নাক চেঁপে ধরে হয় রাস্তা পার

আহা, কত উপোস দিন ছিল তার ! ভাত ছিটিয়েছিল,
পেয়ে গেছে পোলাও, মাংস, কাবাব...
এখন সে শুধু গৃহপালীত, এর বেশি কিছুনা

কারণ, আকাশ বার্তা দেয় শকুনের উড়াল ডানায়...

২.
তোর কথা বিশ্বাস করে
মুড়ি ভাজতে গিয়ে হয়ে গেছে চালভাজা,
অথচ তোর বুকের ভেতর চলছে চিড়েভাজা...

এত চিড়ে দিয়ে তুই কি করবি, বলতে পারিস ?

সেদিন ফূড ভিলেজের এক দোকানিও বলছিল-
খবরদার, দই কিনবেন না স্যার
ওগুলো তো দই না, গাছের আঠা

তোকে বিশ্বাস করে আমাদের প্রেমের নদীতেও এখন ভাটা...

৩.
মাছ শিকার শেষে পানকোড়িরা রোদ পোহায়...


মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৮

হাবিব বলেছেন:





শকুন কি আজকাল বেড়ে গেছে?
ওরা তো বিলুপ্ত হবে না........
চিরকাল খোবলে খাবে!

১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৯

সাইন বোর্ড বলেছেন: শকুন বার শো বছরের ইপরে বাঁচে, এখন কারো কারো এরকম আয়ু দরকার হয়ে পড়েছে । পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কোথাকার ফুড ভিলেজের কথা বললেন?

যাইহোক আপনার লেখায় ভালো লাগা রইলো। খাঁটি দইয়ের মতো।

১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৬

সাইন বোর্ড বলেছেন: হাইওয়ে হোটেল, উত্তর বঙ্গের সবাই এবং দক্ষিণ বঙ্গের কেউ কেউ চিনে । আপনাকে খাঁটি দই এর স্বাদ দিতে পেরে আমিও পুলকিত । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
আমার সমস্যা হলো আমি কবিতা লিখতে পারি না। অথচ ভালো কবিতা পড়লেই আমার কবিতা লিখতে ইচ্ছা করে।

১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৩

সাইন বোর্ড বলেছেন: তাহলে আর দেরি কেন ? শুরু করে দিন । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতায় বরাবরের মতো ভালোলাগা।

১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৩

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ফুড ভিলেজ ( সিরাজগঞ্জ সলঙ্গা থানার হাটিকুমরুল) এ আমাদের গাড়ি খুব কম থামে। আগে থামতো। :)

১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৫

সাইন বোর্ড বলেছেন: তাহলে তো খুব কমন প্লেস আপনার জন্যে, ঠিকই বলেছেন, সব গাড়ী থামেনা । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.