নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
তুমি প্রশ্ন করছো, করতেই আছো...
ধরো, আমি বিদ্ধ হলাম না
ভাবছি -
শীতের রোদ একটু কড়া হলেই কেমন যেন গরম শুরু হয়ে যায়
গতরাতে তিনবার লাথি দিয়ে লেপ ফেলে দিয়েছি; এরমধ্যে
স্বপ্নে আবার চিংড়ি মাছের ভর্তা দিয়ে চিকন চালের ভাতও খেয়েছি,
সকাল বেলায় তো পেট ফুলে একেবারে ঢোল !
এসবকে কি তুমি প্রশ্নবিদ্ধ করবে ?
যদিও জানো, ঘরোভূত আর গেছোভূত এক না ।
রাত ৪টা পর্যন্ত যেসব ভূত সীমাহীন পরিশ্রম করলো
পাঁচ বছরের জন্য নিশ্চিৎ খাদ্য মজুত করলো - তারা ঘরোভূত ।
আর গেছো ভূতেরা সম্ভবত:
দিনের বেলাতে ন্যাংটো হয়ে হৈ হৈ করে ঘরে ঢুকেছিল,
তারপর দাঁতমুখ খিঁচিয়ে মানুষকে ভয় দেখিয়েছিল
যাতে কেউ ধারে কাছে না ভিড়তে পারে
তুমি তো আর পেত্নী না যে, ভুতের কাজকে প্রশ্নবিদ্ধ করবে ।
১৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৭
সাইন বোর্ড বলেছেন: আমিও চাই প্রেমের কবিতা, যেখানে গভীর জীবনবোধও থাকবে । আপনারা লিখুন...
২| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৩
মাহমুদুর রহমান বলেছেন: মজা পেলাম।
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫০
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭
ঢাবিয়ান বলেছেন: ভুত পেত্নীরাও এদের কাছে ফেইল। মানুষ এদের যত ভয় পায়, ভুত পেত্নীরে এত ভয় পায় না।
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৯
সাইন বোর্ড বলেছেন: ঠিক বলেছেন । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৫
রাজীব নুর বলেছেন: এক কথায়- সুন্দর কবিতা।
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৯
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সম্ভবত আমার মন্তব্য ধরতে পারেননি।
আমি বলতে চেয়েছি ---
"আপনি পারেনো ! ভাই আপনি পারেনো !!
আপনি যে ধারায় প্রকাশ করেন সেটা অন্য কোথাও দেখিনি। "
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৮
সাইন বোর্ড বলেছেন: আপনার মন্তব্যে আসলে আমি কিছুই মনে করিনি, বরং ভাল লেগেছে আমার । তবে সত্যিকার অর্থে দেশের এ অবস্থায় আমি অন্য কোন বিষয়ে লিখতে বা মনোযোগ আনতে পারছিনা । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনি পারেনও ! ++