নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
ডাবল স্ট্যান্ড করার পর সম্ভবত:
তুমিও ট্রিপল স্ট্যান্ডের সুযোগকে হাত ছাড়া করবে না,
যদি মাকড়সার জালে আটকে না যায় ইঁদুর কপাল
তুমি ব্রেইন খাটাবে, পরিশ্রম করবে, কঠোর পরিশ্রম...
সারা দেশ যখন শীতের কাঁথা মুড়ি দিয়ে জবুথবু
তখন কুপি জ্বেলে সব কুয়াশাকে দূর করবে তুমি,
তারপর শেয়ালের লেজে একটা মুরগি বেঁধে দিয়ে
বলবে - যা, এবার দৌড় লাগা...
তোমার ট্রিপল স্ট্যান্ড হয়ে যাবে একেবারে রেকর্ড ছাড়া,
জ্যোৎস্না রাতে চাঁদের গায়ে যেমন চাঁদ লাগা
বিনিময়ে শুধু একটু ভোজের আয়োজন করবে,
কঠোর পরিশ্রমের পর একটুখানি রিফ্রেস ।
১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০১
সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল, অসংখ্য ধন্যবাদ ।
২| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৬
রাজীব নুর বলেছেন: আমাদের দেশতা দরিদ্র।
এই দেশে খাবার নিয়ে যারা বিলাসিতা করে তাদের উপর আমার অনেক রাগ।
১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৭
সাইন বোর্ড বলেছেন: আপনি আবার বিলাসিতার কি দেখলেন ? বেচারা ঠান্ডার মধ্যে যারা হাড়ভাঙ্গা পরিশ্রম তাদের জন্যে কি একটু ভোজেরও আয়োজন করা যাবেনা ? অসংখ্য ধন্যবাদ ।
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
আহা কত সস্তায় মেলে সব
হিরক রাজার দেশে
মগের মুলবলুকে নাকি দুধ আর ঘির দাম ছিল সমান
ডিজিটাল স্বাক্ষ্য প্রমাণে মিথ্যার প্লাবনে
ভেসে গেল সব
ভেসে গেল স্বাধীনতা,
ভেসে গেল ভোটাধিকার
ভেসে গেল সত্য
ভেসে গেল বিবেক!!
সবাই চিৎকার করে মিথ্যা বলো
পরকালের ভয় নেই
মৃত্যুর ভয় নেই
জবাব দিহিতার ভয় নেই
কেবলই ক্ষমতাময় হোক জীবন
যতক্ষন না আজরাই আ: এসে টোকা দেয়- নক নক নক!!!
১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩১
সাইন বোর্ড বলেছেন: মিথ্যার এখন খুব জয়-জয়কার চলছে, খুব শীঘ্রই শুরু হবে মিথ্যা প্রতিষ্ঠিতকারীদেরকে পুরুষ্কিত করার পালা । আম-জনতার কাজ শুধু দেখে যাওয়া । অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।
৪| ২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ফিডার দেখে বুঝলাম
ফিডার খাওয়া বাচ্চাও এই ভোজে শামিল।
যাই হোক। আপনার কবিতার কথা বলতে গেলে "অসাধারণ" শব্দটা যুৎসই মনে হচ্ছে না। এর চেয়ে ভালো কিছু পেলে আমার লিখবো।
২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৬
সাইন বোর্ড বলেছেন: ছবিটা গুগল থেকে নেওয়া, আমি খুব অবাক হচ্ছি যে, পাশে ফিডারের ছবিটা আমার চোখেই পড়েনি আপনি বলার আগে । যাইহোক, আপনি নিজেও কিন্তু অসাধারন লিখেন, আমার খুব ভাল লাগে আপনার কবিতা । অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।
©somewhere in net ltd.
১| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬
জেনারেশন সুপারস্টার বলেছেন: ছবিটা পোস্টের সাথে দারুণ মানায়সে।