নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

কি লাভ তোমার ?

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৪


তোমার আভিজাত্যের কাছে এখনো আমি নত হই
যখন ওখানে আলোর মত কিছু অধিকারও দেখি
সার্বজনীন ।
ওটাকে আমি বড্ড সম্মান করি,
যা থেকে একদিন তৈরী হয় ভালোবাসার

আমি ভালোবেসে বুক পেতে দিই, অধিকার দিই
আমাকে ইচ্ছে মত খোঁড়া-খুঁড়ির। তুমি খুঁড়তে থাকো
খুঁড়ে খুঁড়ে তেল, গ্যাস, কয়লা, লোহা-লক্কড় বের করে আনো
আর বলতে থাকো, কি করলে রাতে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারব
এবং পাখির ডাকে আমার সকাল হবে...

এভাবে আমার বুকে তৈরী হয় নতুন রাস্তা, ব্রিজ, কালভার্ট, উড়াল সেতু...

ইদানিং কেন যেন মনে হয়, এই বুকটা বুঝি আর আমার নাই
কথা বলার আগেই মুখটা কেউ যেন চেঁপে ধরে আছে,
চারদিকে সবাই আগুন আগুন বলে চিৎকার করছে; অথচ
কেউ'ই আগুনের কাছে যেতে পারছে না, আগুন নেভাতেও পারছে না

আর তুমি বার বার নিরোকে আমন্ত্রণ জানাতেই আছো বাঁশি বাজাতে...










মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:


এই কবিতা কি আপনার মন থেকে ভাষা পেয়েছে, নাকি অনেক ব্যায়াম করতে হয়েছে?

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪০

সাইন বোর্ড বলেছেন: ভাবনাটা সকাল বেলায় মাথায় এসেছে, সারাদিন কাজের ফাকে ফাকে একটু একটু করে লিখেছি । এটাকে যদি আপনি ব্যায়াম বলেন, তাহলে তাই'ই । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১২

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ

১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ আপনাকেও, ভাল থাকুন ।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৮

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন:
যখন রোম পোড়ে নীরু বাঁশী বাজায়
এতো সেই কবেকার পুরাকালের কথন
নিত্য স্বাধীনতা পুড়ে ছাই হয়
কেড়ে নেয় সাংবিধানিক অধিকার
সংবিধানের দোহাই দিয়ে
শৃগালের হুক্কা হুয়ায় অন্ধকারে আতংক দৃঢ় হয়

শোক থেকে শক্তি
আন্ধকার তাড়াতে চাই আলো
মিথ্যার বিপরীতে চাই সত্য
তীব্র সূর্যের আলোচ্ছটায় বাদুরেরা পালাবেই!

মশালচি চাই একজন
সাহসী
দেশপ্রেমিক
সত্যবাদী
তোমার হৃদয়ের মশালে
আগুন জ্বালো - পথ আপনাতেই দৃশ্যমান হবে।

২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৫

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর কবিতার জন্য । আসলে এগুলো সবই আমাদের কষ্টের কথা, কিন্তু খুব অবাক লাগে যখন দেখি, কয়েকটা দেশ তাদের নিজেদের গণতন্ত্রকে ঠিক রেখে যখন সামান্য কিছু স্বার্থের কারণে আমাদের গণতন্ত্র, স্বাধীনতাকে শেষ করে দিচ্ছে, তখন খুব বেশি কষ্ট লাগে । কবিতায় আমি সেটিই মূলত বোঝাতে চেয়েছি । শুভ কামনা রইল ।

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

মাহমুদুর রহমান বলেছেন: অসাধারন কবিতা।

২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৮

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.