নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
যে মেয়েটি এখনো নদীকেই চিনতে পারেনি
তার বুকেও ঢেউ জাগে, ছলাৎ ছলাৎ;
সে শুধু হাঁটেনা । নাচে । নেচে নেচে হাঁটে
তার বিষন্ন সকাল কিংবা উদাস দুপুর বলে কিছু নেই,
সারাক্ষণ সে হাসে চুড়িভাঙ্গা কাঁচের মতো;
দয়াল বাবার তাবিজ কিংবা বট বৃক্ষের সুতো দিয়ে
সে দিব্যি বানাতে পারে বেগুন গাছের ভূত
যেখানে অনায়াশে মিলতে পারে চড়ুইভাতি সুখ
সে বুঝতে পারেনা গোধূলির সাথে পাল্লা দিয়ে
একদিন সন্ধ্যা কিভাবে ডেকে আনে অমাবস্যা,
লণ্ঠন হাতে মা যেদিন খুঁজে খুঁজে হয়রান
মেয়েটি সেদিনও নদীকে চিনতে পারেনি,
সে শুধু জলের পরিবর্তে দ্যাখে রক্ত
আর শুনতে পায় এক জীবনের চিৎকার ।
২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩২
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ, শুভ রাত্রি ।
২| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৪
ল বলেছেন: নান্দনিক শব্দ গাথুনিতে চমৎকার লেখনী
২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৯
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪০
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সুন্দর , খুব সুন্দর।
৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৩
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
©somewhere in net ltd.
১| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৮
পবন সরকার বলেছেন: সুন্দর কবিতা।