নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১/
তোমার-আমার প্রেম
খেয়া নৌকার পর এখন কংক্রিটের ব্রিজ ।
বাতিনেভা রাতে তবু রেলিং ভাংগার ভয়
বাড়ছেই...
মেনে নিলাম ইঞ্জিনিয়ার টাকা খেয়েছে
কিন্তু কন্ট্রাক্টরকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না ।
২//
তোমাকে জড়িয়ে ধরার আগেই
শীত বিদায় নিলে
মাঘের বুকেও বাড়ে অভিমান । যখন
রাগে অথবা ঘুমের ঘোরে
তিনবার লাথি দিয়ে লেপ ফেলে দিয়েছি ।
তারপর থেকে সূর্যের উত্তাপ, শরীরে ঘাম, উটকো গন্ধ
বাড়ছে তো বাড়ছেই...
তিনদিন পর হঠাৎ দেখি উত্তরে হাওয়া,
সাথে শুকনো-পাতা বউ, হেসে কুটিকুটি...
আর আমি মাঘের অভিমান ভাঙ্গিয়ে
আলমারির চাবি খুঁজছি...
৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৪
সাইন বোর্ড বলেছেন: আপনার মত প্রকৃত একজন কবির কাছ থেকে এরকম অনুভূতির কথা জানতে পারা আমার জন্য অনেক বড় কিছু । তবে আপনার কবিতাও আমাকে দারুণভাবে মুগ্ধ করে । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ২ নং টা আগে পড়েছি কি ?
অন্যরকম ভালো লাগা +
৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৯
সাইন বোর্ড বলেছেন: এরকম অনুভূতি ও প্রকাশের মত হয়ত আগের লেখা আমার কোন কবিতা পড়ে থাকতে পারেন; কারণ ১ নং কিছুদিন আগের লেখা হলেও ২ নং এই মাত্র লেখা । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৯
শায়মা বলেছেন: হায় রে অভিমানী প্রেম!
৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৭
সাইন বোর্ড বলেছেন: অভিমান কখনো কখনো প্রেমকে দীর্ঘজীবী করে, তবে বেশি অভিমান প্রেমকে ভেংগে গুড়িয়েও দিতে পারে । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার লেখা আমি মন দিয়ে পড়ি ব্রাদার ! এই দেখুন , এই লাইনটির জন্য পরিচিত মনে হয়েছিল।
৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৬
সাইন বোর্ড বলেছেন: বুঝতে পারছি এবং জেনে ভাল লাগল যে আপনি আমার কবিতার খুব মনোযোগি একজন পাঠক, যদিও ঐ লেখাটিতে রাজনৈতিক আবহাওয়া ছিল; তবে মাঝে মাঝে নিজের অজান্তেই কোন লাইন রিপিট হয়ে যায় । এটা অবশ্যই মেনে নেওয়া যায় না, কারণ আমার সব সময় চেষ্টা থাকে শব্দে, প্রকাশে এবং ভাবনায় ভিন্নতা আনার । আবারও ধন্যবাদ আপনাকে, দেখি এটাকে অন্যভাবে প্রকাশ করা যায় কিনা ।
৫| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: একই লাইন পুনরায় ফিরে এসেছে আমার লেখায় বহুবার। সম্ভবত ওই লাইনটা ব্রেন সেলে সিগন্যাল দেয়। লাইনগুলো বারবার ফিরে আসতে দিন , আটকাবেন না। ওটাই তো সম্পদ!
৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৫
সাইন বোর্ড বলেছেন: একদম ঠিক বলেছেন ।
৬| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০১
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: আবার লেপ বের করুন, অভিমান থেকে ভালবাসা খুঁজে পাবেন।
৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৪
সাইন বোর্ড বলেছেন: দেখা যাক শীত আর কয়দিন থাকে । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৭| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৪
ঢাবিয়ান বলেছেন: ইঞ্জিনিয়ার ও কন্ট্রাক্টররা ছবির মত মেয়েটির কথা মাথায় রেখেই রেলিং বানায় যাতে কোনভাবেই ভেঙ্গে পড়ার আশংকা নাই
৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৭
সাইন বোর্ড বলেছেন: তারপরও ভালাবাসার ব্রিজ থেকে কেউ কেউ ছিটকে পড়ে । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৮| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
দশে সাত দিলাম।
৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১০
সাইন বোর্ড বলেছেন: স্কোর মন্দ না, হালকা গরমের পর মাঘের অভিমানে কয়েক দিনের জন্যে শীত ফিরে আসার মত । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৯| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৫
হাবিব বলেছেন: কিছু একটা শিরোনাম দিতে চেয়েও শিরোনামহীনকেই শিরোনাম করে দিয়েছেন .........
খুব ভালো হয়েছে।
৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১০
সাইন বোর্ড বলেছেন: অনেকটা সেরকমই । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
©somewhere in net ltd.
১| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৬
ঋতো আহমেদ বলেছেন: আপনার কবিতা সত্যি অন্যরকমভাবে মুগ্ধ করে দেয়। ভালো লেগেছে। +++