নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

সম্পর্ক

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫০


খুব কাছের না হলেও যে মানুষটি একেবারে পরও না
ব্যবসার প্রয়োজনেও তার সাথে যোগাযোগ রাখতে হয় ।
আর যদি তার শরীর খারাপ থাকে, মানে ছোট-খাটো অসুখ
যেমন সর্দি, জ্বর, কাশি, গলাব্যথা, বুকব্যথা...
তাহলে ফোনে কাজের কথা শেষে বলতেই হয় -
আপনার শরীর ভাল আছে তো ?

গতকাল সাক্ষাৎ শেষে এরকমই তার কাছে জানতে চাইলে
সে বলল, অনেক ভাল আছি এখন । এরপর
নিজেকে আরেকটু দায়িত্বশীল দেখাতে গিয়ে বললাম -
বয়স হয়েছে, মাঝে মাঝে শরীর তো একটু-আধটু খারাপ হবেই;
সে আমাকে অবাক করে দিয়ে বলল, সত্তর বছর কোন বয়স হলো ?

আমি তখন আকাশের দিকে চাইলাম;
আবছা আলোয় যখন হাতের রেখাও ভাল মত দেখা যায় না;
আর দেখা গেলেও ভাগ্য ভাল যে, আমি আয়ুরেখা চিনিনা

তাই, মৃত্যুটাকে সব সময় হাতে নিয়েই ঘুরি...

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন: আবছা আলোয় যখন হাতের রেখাও দেখা যায় না;
আর দেখা গেলেও ভাগ্য ভাল যে, আমি আয়ুরেখা চিনিনা

- লেখাটি দেশের বরেণ্য কোনো লেখক লিখলে শুক্রবারের ক্রোরপত্রে রঙিণ পেইন্টিং সহ প্রকাশ হতো । আফসোস লেখটি আমাদের মতো সাধারণ একজন লিখেছেন তিনি “সাইন বোর্ড” !!!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

সাইন বোর্ড বলেছেন: বয়স্ক, সম্মানিয় এবং আমার পরিচিত শ্রদ্ধেয় ঐ ব্যক্তিটির কথার মত আপনার মন্তব্যেও আমি অবাক হলাম যে, আমার এই মাত্র লেখা শেষের দুটি লাইনকে এতটা অর্থপূর্ণ ও গুরুত্ব হিসেবে তুলে ধরায় । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১০

হাবিব বলেছেন: আপনার সব লেখা সত্যিই অসাধারন হয়। নতুন করে ভাবতে শেখায়।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১২

সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

আরোগ্য বলেছেন: আলহামদুলিল্লাহ আমার নানুর বয়স বর্তমানে ছিয়াশি বছর। আমরা সবসময় তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

সাইন বোর্ড বলেছেন: আপনার নানুর আরো দীর্ঘায়ু কামনা করছি । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৩

ঝিগাতলা বলেছেন: সুন্দর কবিতা

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৪

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০০

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৪

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.