নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

ছুঁ মন্তর

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৭


এখন আর অতি বন্যা কিংবা জলের তোড়ে
আমাদের ডুবে যাওয়ার কোন ভয় নেই । কারণ
পুকুর চুরি করে্ হলেও আমরা এখন বাঁধ দেওয়ার ক্ষমতা রাখি

হাল সোজা করে ধরে রাখলে আমাদের নৌকা চলে তরতরিয়ে...

কিছুদিন আগেও যারা রোদ আর কিরণের পার্থক্য বুঝতে পারছিল না,
মেঘ ডাকার শব্দকে ধরে নিয়েছিল বোমা হামলা; তারা
কপালে কলকের ছাপ নিয়েও এখন নাক ডেকে দিব্যি ঘুমাতে পারে
সকালে উঠে বানর নাচ দেখবে বলে

আর যেসব ভূতকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে,
সর্ষে ফুলের মাঠ থেকে বেরিয়ে
দাঁতমুখ খিঁচিয়ে সারারাত দীর্ঘায়ু কার্যক্রমে অংশ নিতে,
বিজয় শেষে তাদেরকে এখন মানুষ হতে বলা হচ্ছে...

তারা নাকি গু খাওয়া বাদ দিয়ে এখন মানুষ হবে ।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০০

বাকপ্রবাস বলেছেন: শেল লাইনটা চমৎকার হা হা হা :D :-P

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১০

সাইন বোর্ড বলেছেন: অন্যায় কাজ করিয়ে নিয়ে তাকে যদি সৎ হতে বলা হয়, তাহলে সে কি সৎ হবে ? অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন: ভয়ংকর লেখা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিচি (ভিসি) সাহেবের কাছে এই ধরনের কথা আসা করা যায় না, তিনি সিঙ্গারা চপে আটকা পড়ে গেছেন। সিঙ্গারা চপ সমুসা তে সুপার গ্লু আছে জানা ছিলো না। তবে শেষের লাইন টি বিচি সাহেবের জন্য প্রযোজ্য ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৪

সাইন বোর্ড বলেছেন: আপনার কমেন্টও বেশ ভয়ংকর, বাস্তব কথা লেখা এবং বলাটাও কিন্তু এখন ভয়ংকর ! দেখা যাক, আপনি কতক্ষণ সাহস দিতে পারেন । ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

চোরের মার বড় গলা
অহংকারে গাল ফোলা
করে চুরি হয়ে রাজা
অন্যায়ের দেয়যে সাজা!!

কি মজা কি মজা কি মজা!!!!!!!!!!!!!

;)

+++

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৯

সাইন বোর্ড বলেছেন: শয়তান যদি অন্যকে সাধু হতে বলে, তাহলে শয়তানও লজ্জা পায় । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন নিরন্তর ।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪০

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৭

নাহিদ০৯ বলেছেন: আপনার উপমা গুলো মাঝে মাঝে এত কঠিন হয়। একবার পড়ে কিছুই বোঝা যায় না। বেশ কয়েকবার পড়তে হয় আপনার কবিতা।

আপনার কবিতার শব্দগুলো দেখে খুবই পরাধীন মনে হয়। মুক্ত হউক সকল শব্দ। মুক্তভাবে কথা বলুক সব কবিতা, আমাদের মতো সাধারন মানুষদের জন্য।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৬

সাইন বোর্ড বলেছেন: আপনি খেয়াল করে থাকবেন যে, মাঝে মাঝে আমি অনেক সহজ কবিতাও লিখি, যেগুলো পড়লে সবাই বুঝবে । আর রাজনৈতিক ভাবনার কবিতাগুলোতে কেন রূপক ও উপমার আশ্রয় নিই, তার ব্যাখ্যা কিন্তু আমি খুব সংক্ষেপে হলেও ব্লগ ডেতে দিয়েছিলাম । এটা মোটেই অস্বীকার করার উপায় নেই যে, আমাদের সব ধরণের স্বাধীনতাকে সংকুচিত করা হয়েছে । তারপরও আমি চেষ্টা করব, আরো সহজ করে বলতে । অসংখ্য ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.