নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
বিয়ের দু'দিন আগে গায়ে হলুদের রাত । হুলুস্থুল কান্ড,
কী নেই সেখানে; আটাশটা কাভার্ড ভ্যানে করে নহবত এসেছে
ছেলে পক্ষ থেকে । কারণ, ছোট ছেলের বিয়ে বলে কথা, প্রজন্ম শেষ,
খরচে কুলিয়ে উঠতে পারছিনা - এটা ভাবাই যাবেনা ।
কিন্তু সমস্যা হলো মেয়ের বাবা, যিনি ছেলের বাবার সব প্রপার্টিকে
চোখ বন্ধ করে কিনে নিতে পারে ।
তাহলে সে খরচের কথা চিন্তা করবে কেন ? তার চাই জৌলুস
মানে একটা আলো ঝলমল রূপসী রাত; যেখানে তার একমাত্র কন্যার
গায়ে হলুদে সবাই খাবে, নাচবে, গাইবে, ফুর্তি করবে...
যে প্রেম একদিন অভিজাত হোটেলের আবছা আলোয়
স্পর্শে গরম হাওয়া আর চোখের নেশায় বুক জুড়ে ছিল অথৈ সাগর
- তা এবার নরম বিছানায় পায় অবাধ মেঘের ভেলা,
দ্বিতীয় বর্ষা শেষেও যার আকাশে বসে রংধনুর মেলা...
এখন তৃতীয় বর্ষা শেষে কেউ যেন তাদের হাতে একটা
হারিকেন ধরিয়ে দিয়ে না বলে - নে, এবার ভালোবাসাকে খুঁজে নে ।
ভালোবাসা কি শুধু শীতের শেষে পাতা-ঝরা ভ্যালেন্টাইন্স ডে ?
নাকি মৃত্যুর আগেও হামাগুড়ি দিয়ে এক সাথে পাশাপাশি চলা ?
তুমি না চাইলেও হৃদয়ের অন্তপুরে জমা থাক -
কিছু বসন্ত, কিছু কচি পাতা আর কয়েকটা কোকিলের ডাক...
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৬
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি, মানসিকভাবে খুব একটা ভাল অবস্থার মধ্যে না থাকলে আসলে ভালবাসা দিবসের উপর কবিতা লেখা কঠিন । আজ যা লিখেছি, তা আমার কাছে অনেকটাই এলোমেলো মনে হয়েছে । তারপরও কিছু একটা লেখার জন্যেই মূলত লেখা । অনেক ভাল থাকুন ।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এখন তৃতীয় বর্ষা শেষে কেউ যেন তাদের হাতে একটা
হারিকেন ধরিয়ে দিয়ে না বলে -নে, এবার ভালোবাসা খুঁজে নে।
কবিতার প্রতিটি লাইনে মনের মতো বলেছেন। শেষের লাইন দুটোতে পুরো বসন্ত ছূয়ে দিয়েছেন। অনেক অনেক ভাল লাগা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৭
সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল, অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৪
রাজীব নুর বলেছেন: দারুন কবিতা হয়েছে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৭
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কবিতাটি ব্যাতিক্রমী মনে হল, ভালো লেগেছে +++
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫২
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১০
আহমেদ জী এস বলেছেন: সাইন বোর্ড,
ভালোবাসাকে খুঁজে নিতে হয়, চাঁদের আলোয়, মনের দিঘীতে ওঠা বাতাসের কাঁপনে।
জড়িয়ে রাখতে হয় শেষ দেখা দিনের আলোটুকু মুছে যাবার আগ পর্যন্ত।
শেষের লাইন দু'টো সুন্দর!