নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

কুয়ো খোঁড়া

২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:২৮


এখন আর কোথাও কোন কুয়ো নেই; নতুন করে খোঁড়ার তো প্রশ্নই উঠেনা ।
গ্রামে গেলে দেখবে, মানুষ চাপকল দিয়ে পানি উঠাচ্ছে;
আর যাদের অবস্থা আরো ভালো তারা চাপকলের সাথে
মটর লাগিয়ে উপরে পানি উঠিয়ে দিব্যি টাংকি ভরাচ্ছে
এবং প্রয়োজন হলে ট্যাপ দিয়ে হড়হড় করে পানি বের করছে ।
আর ঢাকা শহরে তো চাপকল পোঁতারও অবস্থা নেই,
সিটি করপোরেশনের হয়ে ওয়াসা পানি সাপ্লাইয়ের মত
মহান এ দায়িত্বটি কাঁধে তুলে নিয়েছে
সে পানিতে ময়লা, আবর্জনা, গু-গোবর যায়'ই থাকনা কেন

তবু যখন শুনি, খোদ এই রাজধানী শহরে কেউ একজন
কুয়োর ভেতর পড়ে গিয়েছে, তখন বুঝতে হবে
কাউকে না জানিয়ে খুব গোপনে সে নিজেই কুয়োটি খুঁড়তে গিয়েছিল ।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৫২

সাইন বোর্ড বলেছেন: প্রথম মন্তব্যদানকারী হিসেবে অনেক বেশি আন্তরিক ধন্যবাদ আপনার প্রাপ‌্য, ভাল থাকুন নিরন্তর ।

২| ২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ছবিটা দেখে ভাবছিলুম কুয়ো নিয়ে কোন ইতিহসা লিখবেন।

কিন্তু না এ যে কবিতা।

২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪৫

সাইন বোর্ড বলেছেন: নামের সাথে মিল রেখে জাস্ট ছবিটা দেওয়া, এর বেশি কিছুনা । পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৩| ২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪০

পবিত্র হোসাইন বলেছেন: অর্থবহ

২৩ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪৬

সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৪| ২৩ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম

২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:১১

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৫| ২৩ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: প্রথম মন্তব্যদানকারী হিসেবে অনেক বেশি আন্তরিক ধন্যবাদ আপনার প্রাপ‌্য, ভাল থাকুন নিরন্তর ।


শুকরিয়া।

২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:১৮

সাইন বোর্ড বলেছেন: শুকরিয়ার উত্তরটা আরবিতে জানাতে পারলে ভাল লাগত । তাই, বাংলা শুভ কামনা রইল ।

৬| ২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:০৮

মাহমুদুর রহমান বলেছেন: ছবিটা অত্যান্ত ভয়ংকর!

২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:১৯

সাইন বোর্ড বলেছেন: যে কোন কুয়োর ভেতর তাকালেই আমারও ভয় লাগে ।

৭| ২৫ শে মে, ২০১৯ বিকাল ৩:৩৬

খায়রুল আহসান বলেছেন: বাংলায় প্রবাদ আছে, কারো জন্য গর্ত খুঁড়ে রাখলে সে গর্তে নিজেকেই পড়তে হয়। সে প্রবাদেরই কথা ব্যক্ত হয়েছে কবিতায়।
বাংলার বুকে অনেক এ রকম কুয়ো খোঁড়া হয়ে আছে।

৮| ৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.