নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

তুমি কি বৃক্ষ হতে চাও ?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৩


কলাপাতার উপর জল দেখিয়ে তুমি প্রায়'ই আমাকে বলো
ধৈর্য্যশীল হতে
আমি দাঁড়িয়ে যাই পৃথিবীর মাঠে,
তারপর চারদিকে দেখি শুধু সবুজ আর সবুজ...
অথচ কোথাও এক ফোঁটা জল নেই

আমি বৃক্ষের কাছে গিয়ে জিজ্ঞাসা করি,
আচ্ছা এরা সবাই এত সবুজ পায় কোথা থেকে ?
বৃক্ষ তার শরীর দেখিয়ে বলে, আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে
- কিন্তু আমি তো তোমাকে খোঁচাতে পারব না
- তাহলে তুমি কোনদিন সবুজ এবং আকর্ষনীয় হতে পারবে না
আমার মত সারাজীবন আঘাত সইতে হবে

ভেবে দ্যাখো, তুমি কি বৃক্ষ হতে চাও ?

আমি বৃক্ষ হতে পারিনা, তাই
মাঝে মাঝে আকাশ হয়ে যেতে খুব ইচ্ছে হয় ।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৮

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা ।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


না, আমি বৃক্ষ হতে চাই না, আমি একজন ভালো মানুষ হতে চাই!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮

সাইন বোর্ড বলেছেন: কিন্তু ভাল মানুষ হতে হলে তাকে বৃক্ষের মতই অনেক আঘাত সইতে হয়, ঝড়-ঝাপটা তো আছেই । পড়া এবং মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন:





বৃক্ষের সাথে যে পরিমান অন্যায় অবিচার করা হয় তা বর্ণনা করতে হলে চোখের জলে গায়ের রক্তে লিখতে হবে।
আপনাকে ব্লগে পাইনা অনেক দিন - কেমন আছেন?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

সাইন বোর্ড বলেছেন: এখন অনেকটাই ভাল আছি, তবে মাঝে বেশ কিছুদিন খারাপ গেছে আমার, তা ছাড়া সহজে ব্লগে ঢুকতে না পারাও আমার লম্বা বিরতির একটা কারণ । আপনি নিশ্চয় ভাল আছেন, শুভ কামনা রইল ।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: অনেকদিন পর আপনার কবিতা পড়লাম।

কবি সাবলীল মনিরের কবিতাও ইদানীং চোখে পড়ছে না; ব্লগে আপনিও নেই।
আপনাদের কবিতা পড়তে ভালো লাগে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫২

সাইন বোর্ড বলেছেন: এখন থেকে ব্লগে থাকার চেষ্টা করব, এতগুলো মেধাবী মানুষের সাথে থাকতে কার না ভাল লাগে । তবু জীবনের প্রয়োজনে ব্যস্ত হয়ে পড়লে কিংবা একটা কঠিন সময় পার করলে অনেক ব্লগে থাকা সম্ভব হয়ে উঠে না । ভাল থাকুন, শুভ কামনা রইল ।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৫০

ইসিয়াক বলেছেন: চমৎকার

১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৩

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য থন্যবাদ, শুভ কামনা রইল ।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৪৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৪

সাইন বোর্ড বলেছেন: জেনে আমারও ভাল লাগল, ধন্যবাদ, ভাল থাকুন ।

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আকাশ হলেও কান্না ঝড়বে মেঘলা দিনে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৭

সাইন বোর্ড বলেছেন: ভাল লাগল আপনার অনুভব, অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৩৭

ফারহানা শারমিন বলেছেন: সেদিন পড়ার পর থেকে মাথায় লাইন গুলি ঘুরছিল। আজকে আবার খুঁজে বের করে পড়লাম। অসাধারণ!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০২

সাইন বোর্ড বলেছেন: জেনে পুলকিত হলাম, দ্বিতীয়বার পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে । ভাল থাকুন ।

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দুইবার পড়লাম , আরেকবার পড়বো .... কয়েকবার পড়বো।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

সাইন বোর্ড বলেছেন: তাতে করে আমার কবিতাও সার্থক হয়ে উঠবে, অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.