নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

আরো একটি বার্তা

১১ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:২৬


কেউ কোথাও কোন আগুন জ্বালেনি
কিংবা পুড়িয়ে ছারখার করে দেয়নি কোন জনপদ
তবু একজন বার্তা দিয়ে বলে গেল -
পুড়ে যাচ্ছে এই শহর, গ্রাম, নদী, বন্দর, খেয়াঘাট...
তারপর সবাই চিৎকার করে বাইরে বেরিয়ে এসে দেখল
না না, সব তো আগের মত ঠিকই আছে ।
তাহলে ?
এবার বুকের ভেতর সবার আগুন জ্বলে উঠল;
কে এই ছেলেটি, যে এই মাত্র আগুনের বার্তা দিয়ে গেল ?

ততক্ষণে ছুটে এসেছে দমকল বাহিনী, অগ্নি নির্বাপক মেশিন
জনতা, পুলিশ, সাংবাদিক, ক্যামেরা...
কিন্তু কেউই আগুন না দেখে দেখল শুধু হাহাকার !

এরপর থেকে এক একটা বুক হয়ে উঠেছে এক একটা জনপদ
আর পুড়ে পুড়ে ছারখার হচ্ছে তার মাঠ, ঘাট, শহর, নদী, বন্দর...

এভাবে চোখের জলে আর কতবার নেভানো যায় বুকের আগুন ?

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন: এখন আর বার্তা বাহক নেই - শুধু পুড়ে যেতে হয।

১১ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৭

সাইন বোর্ড বলেছেন: হ্যাঁ, ঠিকই বলেছেন, শুধু পড়ে যেতে হয়, দেখতেও নেই, দেখার অনেক সমস্যা । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

২| ১১ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:০৪

আহমেদ জী এস বলেছেন: সাইন বোর্ড ,




অসম্ভব চমৎকার একটা কবিতা। কেবলমাত্র কবিরাই পারে এমন সংক্রামক ভাবে সাড়া দিতে!
++++++++

১২ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৩

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভাল থাকুন ।

৩| ১১ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১২ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৪

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।

৪| ১২ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩২

সোনালী ডানার চিল বলেছেন: যে জলে আগুন জ্বলে...

শুভেচ্ছা কবি!

১২ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৩২

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকেও, ভাল থাকুন নিরন্তর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.