| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইন বোর্ড
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
কেউ কোথাও কোন আগুন জ্বালেনি
কিংবা পুড়িয়ে ছারখার করে দেয়নি কোন জনপদ
তবু একজন বার্তা দিয়ে বলে গেল -
পুড়ে যাচ্ছে এই শহর, গ্রাম, নদী, বন্দর, খেয়াঘাট...
তারপর সবাই চিৎকার করে বাইরে বেরিয়ে এসে দেখল
না না, সব তো আগের মত ঠিকই আছে ।
তাহলে ?
এবার বুকের ভেতর সবার আগুন জ্বলে উঠল;
কে এই ছেলেটি, যে এই মাত্র আগুনের বার্তা দিয়ে গেল ?
ততক্ষণে ছুটে এসেছে দমকল বাহিনী, অগ্নি নির্বাপক মেশিন
জনতা, পুলিশ, সাংবাদিক, ক্যামেরা...
কিন্তু কেউই আগুন না দেখে দেখল শুধু হাহাকার !
এরপর থেকে এক একটা বুক হয়ে উঠেছে এক একটা জনপদ
আর পুড়ে পুড়ে ছারখার হচ্ছে তার মাঠ, ঘাট, শহর, নদী, বন্দর...
এভাবে চোখের জলে আর কতবার নেভানো যায় বুকের আগুন ?
১১ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৭
সাইন বোর্ড বলেছেন: হ্যাঁ, ঠিকই বলেছেন, শুধু পড়ে যেতে হয়, দেখতেও নেই, দেখার অনেক সমস্যা । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
২|
১১ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:০৪
আহমেদ জী এস বলেছেন: সাইন বোর্ড ,
অসম্ভব চমৎকার একটা কবিতা। কেবলমাত্র কবিরাই পারে এমন সংক্রামক ভাবে সাড়া দিতে!
++++++++
১২ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৩
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভাল থাকুন ।
৩|
১১ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:১২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১২ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৪
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।
৪|
১২ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩২
সোনালী ডানার চিল বলেছেন: যে জলে আগুন জ্বলে...
শুভেচ্ছা কবি!
১২ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৩২
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকেও, ভাল থাকুন নিরন্তর ।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৯
ঠাকুরমাহমুদ বলেছেন: এখন আর বার্তা বাহক নেই - শুধু পুড়ে যেতে হয।