নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
বন্ধুর জন্য এখনো আমার খুব মায়া হয়; তোমরা তো জানোনা
যেদিন আমার কোন আশ্রয় ছিলনা, শরনার্থী হয়েছিলাম; সেদিন
ও আমাকে থাকতে দিয়েছিল, খেতে দিয়েছিল, হাগা-মুতের জায়গা দিয়েছিল...
অথচ আজ অবধি সেভাবে কৃতজ্ঞতাও জানাতে পারিনি তাকে
তাই মাঝে মাঝে সেই'ই দু-একজন গরুচোর, ব্লাকার, চোরাকারবারীকে মেরে
আমাকে জানান দেয় । কিন্তু যেদিন
ফেলানীর মত একটা নিষ্পাপ মেয়েকে মেরে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল
সেদিন খুব অবাক হয়েছিলাম আমি
বন্ধু কি তাহলে আমাকে আর সহ্য করতে পারছে না ?
তারপর থেকে বন্ধুর সাথে নিয়মিতই দেখা করছি
তার যত চাহিদা, আবদার, না পাওয়ার বেদনা
- সব মনোযোগ দিয়ে শুনছি এবং একে একে পূরণ করার চেষ্টা করছি,
তবু কেন জানি বন্ধু আমাকে বিশ্বাসই করতে পারছে না
অথচ তাকে কিছুতেই বোঝাতে পারছিনা যে, ও যাদেরকে মারছে
তারা সবাই গরুচোর, ব্লাকার, চোরাকারবারী না,
এদের কেউ কেউ লাল-সবুজের পতাকা বহন করে,
যা অর্জন করতে ত্রিশ লাখ শহীদের পাশাপাশি তোমারও কিছুটা অবদান ছিল
আর কতটুকু রক্ত ঝরালে তোমার ঋণ শোধ হবে বন্ধু,
বলতে পারো ?
১২ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৩
সাইন বোর্ড বলেছেন: খুব সত্য কথা, "সরকারের মেরুদন্ড সোজা না হলে প্রতিদিন মার খাবে" । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
২| ১২ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: আমার সব থেকে অবাক লাগে র্যাব এর মতো একটা এলিট বাহিনী সিমানা চিনেনা বলে!
১২ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩০
সাইন বোর্ড বলেছেন: এটা চেনা অবশ্যই উচিৎ ছিল তাদের, কিন্তু যারা এভাবে নির্দয়ভাবে মারল, তাদেরকে কি বলবেন ? অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৩| ১২ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৮
রাজীব নুর বলেছেন: বর্ডারে ওদের নমনীয় হতে হবে। এটা ঠিক না। অত্যন্ত দুঃখজনক।
১২ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:২৬
সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৪| ১২ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৫
মা.হাসান বলেছেন: এই বিরহ ভালো লাগে না বন্ধু, তোমাতে লীন হতে বড় ইচ্ছে করে।
১২ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:২৭
সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৫| ১২ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৮
হাসান কালবৈশাখী বলেছেন:
মিডিয়াগুলো এখন আর কষ্ট করতে চায় না।
সব অনলাইন ফেসবুক নির্ভর হয়েগেছে। সাংবাদিকও কমিয়ে ফেলেছে। বেতনও ১ মাস দিলে ২ মাস দেয় না।
কিছু মিডিয়া প্রচার করছে যে,ভারতীয় সীমান্ত গার্ড বিএসএফ র্যাবকে ধরে নিয়ে গেছে এবং পিটিয়েছে।
মুল ঘটনা হচ্ছে, ২ র্যাব সহ দুই নারী সোর্স ছদ্মবেশে মাদক কিনতে স্ট্রিং অপারেশন, মাদক স্মাগলার ধরতে। র্যাব সদস্যরা ওঁতপেতে থাকে মাদক কারবারীদের ধরার জন্য। কিন্তু দুর্ভাগ্য যে,মাদককারবারীরা র্যাবের অবস্থান টের পেয়ে যায় এবং তারা দৌড়ে সীমান্তের ভেতরে পালিয়ে যেতে চায়। তাদের ধাওয়া করতে গিয়ে র্যাব সদস্যরা পিস্তল উচিয়ে ভুলে ভারতীয় সীমান্তে ঢুকে পড়ে।
কুমিল্লা সীমান্তের ভারতীয় জনগন তথা মাদক স্মগলার চক্র র্যাবসহ দুই নারী সদস্যদের ঘেরাও করে ফেলে মারপিট করতে থাকে।
বিএসএফ অতি দ্রুত ঘটনাস্থলে এসে জনতাকে হটিয়ে দিয়ে র্যাব সদস্যদের উদ্ধার করে। পরে একটি সংক্ষিপ্ত পতাকা বৈঠকে ২ র্যাবসহ দুই নারী সদস্যদের অস্ত্র ও গুলি সহ বিজিবির হাতে তুলে দেয়া হয়।
কিন্তু ঘটনাকে পিনাকি মারফত মিডিয়াতে প্রচার হচ্ছে যে, ভারতীয় সীমান্ত গার্ড বাংলাদেশে ঢুকে বিএসএফ র্যাব সদস্যদের ধরে নিয়ে গেছে এবং পিটিয়েছে।
১২ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৩০
সাইন বোর্ড বলেছেন: যেখানে স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা হুমকির মুখে সেখানে সাংবাদিকরা মিথ্যা সংবাদ দেওয়ার সাহস যে কিভাবে পায়, বুঝে উঠতে পারিনা । পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
©somewhere in net ltd.
১| ১২ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: দেখুন গিয়ে ইন্ডিয়াতে ঢুকে ঘুষ টুস চেয়েছিল কি না। এদের যা স্বভাব!
রাষ্ট্রীয় দায়িত্বে থেকে দেশের সীমারেখা চেনেনা, এ কেমন কথা! ভারতে ঢুকে ওরা অন্যায় করেছে। রাষ্ট্রীয় পোষাক গায়ে দেখার পরও ভারতীয় ওপারের অমানুষগুলো এমনভাবে কেন মারলো সেটা তদন্তকরে বিচার করা দরকার। সরকারের মেরুদন্ড সোজা না হলে প্রতিদিন মার খাবে।