নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

ব্যবসায়ী হওয়া

১৩ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৫


ছোট বেলা থেকেই অংকে কাঁচা আমি, কী করে যে
ইকোনোমিক্স-এ ভর্তি হওয়ার সাহস পেয়েছিলাম,
তা ভাবলে এখনো অবাক হই !
অথচ ব্যবসা করার জন্যে ইকোনোমিক্স পড়াটা মোটেই জরুরী না
কারণ সে সময় যেসব ব্যবসায়ী জিরো থেকে রাতারাতি হিরো হয়ে উঠছিল
তাদের কারো কারো অক্ষর জ্ঞানেরও যথেষ্ট অভাব ছিল

আমি কি সত্যিই বড় কোন ব্যবসায়ী হতে চেয়েছিলাম ?

তাহলে পনের বছর কেন শুকনো গাছে জল ঢেলে
তাকে তাজা করার প্রাণান্তকর চেষ্টা করলাম আর বললাম -
ওর একদিন পাতা গজাবে, ফুল আসবে, ফল ধরবে...
তখন এক বোতল তেলের দাম আর কতই বা ছিল !
তখনো চোখ মেললে দেখা যেত কিছু বন-বাদাড়, নদী, খাল-বিলের পাড়...
সেদিন কেন কয়েকটা বাঁশও জোগাড় করতে পারলাম না ?

তাহলে আজ এই চশমার মোটা কাঁচের নিচে
একটু একটু করে জীবনকে দেখার পরিবর্তে হয়ত দেখতাম,
সুন্দরী ক্যাসিনো কন্যারা সুবাস ছড়িয়ে
তালে তালে বসন্ত এনে দিচ্ছে আমার ঘরে ।

আমি কি ব্যবসা করার সব যৌগ্যতা তাহলে হারিয়ে ফেলেছি ?

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন: শিক্ষা, অর্থ, যোগ্যতা সব নতুন করে অর্জন করা সম্ভব, চরিত্র একবার চলে গেলে আর পাওয়া যাবে না - এটি পূণরায় অর্জন করা যায় না।

১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:২৫

সাইন বোর্ড বলেছেন: খুব সুন্দর কথা, তবে চরিত্রকেও অর্জণ করতে হয়, তার জন্য দরকার ত্যাগেরও । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

২| ১৩ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর লেখা :)

আমাদের মতিঝিল

যেখানের ছবি আমি রোজ রোজ উঠাই

১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:২৭

সাইন বোর্ড বলেছেন: আপনার উঠানো ছবিটা চমৎকার হয়েছে, পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ । ভাল থাকুন ।

৩| ১৩ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৩ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:২৮

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.