নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

কচ্ছপপাঠ

১৪ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৩


সত্যের মত একটা প‌্যারাসিটামল ট্যাবলেট
খাওয়ার আধা ঘন্টা পরই নিশ্চিন্ত ঘুম,
চলছে মিটিং, মিছিল, বক্তৃতা, স্লোগান

আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না দেব না...

কতক্ষণ আর এভাবে ঘুমানো যায় সুজন ?
প‌্যারাসিটামল তো পুরোপুরি মাথাব্যথা ভাল করেনা
সাময়িকের জন্যে শুধু ব্যথা থেকে মুক্তি দেয়;
কেউ কি বদলে দিচ্ছে জীবনের ধারাপাত ?
তাহলে আঙুল উঁচিয়ে কেন বলতে পারছিনা
রাজা, তোর পরনে কোন কাপড় নাই, তুই দিগম্বর

এখন কচ্ছপও তার খোলস থেকে বের করছে মাথা,
কিছু ঝিনুক যখন প্রতিশ্রুতি দিয়ে বলে যাচ্ছে
ভাইসব, একদিন আমরাই মুক্তা এনে দেব এই বাংলায়
তখন কচ্ছপ আমাদেরকে ফেনী নদীর ভূগোল শেখাচ্ছে
আর বলছে এর উৎপত্তি, পরিধি, ব্যাসার্ধ, জলের গতি, মাপ, প্রাপ্তি...

আমরা কি এবার পর পর দুটো প‌্যারাসিটামল খাব সুজন ?

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন: ক্রমান্বয়ে তারপরে একপাতা ১০ টি?

১৪ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩১

সাইন বোর্ড বলেছেন: সাবধানে থাকবেন, আবহাওয়ার পরিবর্তন ঘটছে । কম বেশী প‌্যারাসিটামল সবারই দরকার হবে । ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।

২| ১৪ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৪

চাঁদগাজী বলেছেন:


প্যারাসিটামলের পরিমাণ বাড়ায়ে দেন।

১৪ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৩

সাইন বোর্ড বলেছেন: এর ফলে আপনি কি সুফল পেয়েছেন ? ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৩| ১৪ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৭

বিজন রয় বলেছেন: ব্যতিক্রম চিন্তা আর বিষয় নিয়ে আপনার লেখা কবিতাগুলো আমার খুবই টানে।
মাঝে মাঝে ভাবি কিভাবে এমন লেখা যায়।

ব্লগে আপনার মতো এমন কবিতা আর কেহ লেখে না।
দারুন!

শুভকামনা।

১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৬

সাইন বোর্ড বলেছেন: ব্যতিক্রমি চিন্তা, বিষয়বস্তু এবং প্রকাশের ভিন্নতা আনার একটা প্রয়াস সব সময়'ই আমার থাকে, আর তাতে কতটুকু সফল হতে পেরেছি সেটা আমার কবিতা যারা পড়ে তারা'ই ভাল বলতে পারবে । তবে আপনি যেহেতু অনেক কবির কবিতা নিয়ে কাজ করেন, তাই আপনার মতামত আমার কাছে খুবই গুরুত্পূর্ণ । তাছাড়া এই ব্লগে আপনি সহ আরো অনেকেই কিন্তু খুব ভাল লিখেন । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন নিরন্তর ।

৪| ১৪ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " এর ফলে আপনি কি সুফল পেয়েছেন ? ধন্যবাদ ও শুভ কামনা রইল । "

-আমি এসব ঔষধ খাইনা, আমার পোষ্টে এসবের নাম কোনদিনও আসেনি, আসার দরকারও হবে না।

১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:২৮

সাইন বোর্ড বলেছেন: কবিতায় উপমা এবং রূপকের ব্যাবহার একটু কঠিন'ই, তার উপর আপনি আবার কবিতায়'ই লিখতে পারেন না । সুতরাং এসব শব্দ আপনার লেখায় না আসার'ই কথা । আবারও ধন্যবাদ ।

৫| ১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:০৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
আজ আমিও একটা কবিতা লিখেছি। একটু পরে পোষ্ট দিবো।আশা করি পড়বেন।

১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩২

সাইন বোর্ড বলেছেন: অবশ্যই পড়ব, আপনি পোষ্ট দিন, অপেক্ষায় রইলাম ।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৮

আহমেদ জী এস বলেছেন: সাইন বোর্ড,




সব কিছু বুঝতে গিয়ে জলে পড়ে গেলে যে ভাবে মাথা ধরে তাতে শুধু প্যারাসিটামল খেলে হবেনা, খেতে হবে "প্যারাসিটামল প্লাস" জাতীয় ঔষধ যাতে প্যারাসিটামলের সাথে ক্যাফেইন মেশানো থাকে।

১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৬

সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৭| ১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৮

বলেছেন: ব্যতিক্রম চিন্তা আর বিষয় নিয়ে আপনার লেখা কবিতাগুলো আমার খুবই টানে।
মাঝে মাঝে ভাবি কিভাবে এমন লেখা যায়।

ব্লগে আপনার মতো এমন কবিতা আর কেহ লেখে না।
দারুন!

শুভকামনা।

১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:০৭

সাইন বোর্ড বলেছেন: ব্লগার বিজয় রয় এর করা মন্তব্যটি কি কপি পেষ্ট করলেন ? ধন্যবাদ ।

৮| ১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:১৫

বলেছেন: স হ ম ত

১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:১৮

সাইন বোর্ড বলেছেন: আবারও ধন্যবাদ এবং শুভ কামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.