নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

চল্লিশ-এর পর

১৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:০৯


সময় কি আসলেই চলে যায় ? নাকি
তাকে আমরা পার করে দিই অবহেলায় ?

যদিও চল্লিশ-এর আগে অনেকেরই চোখ থাকে রসগোল্লায়
কেউ কেউ তো হাতে পাওয়ার আগেই তার স্বাদ নিতে চায়
কেউ কেউ আবার টেবিল চাপড়িয়ে দেখায়, এ দেশ শুধু তাকেই চায়
কেউ বিশ্বকে জয় করে ঘুরে আসে ইউরোপ আমেরিকায়

কেউ কেউ আবার রাতের আঁধারে আঙুল ফুলে কলাগাছ হয়
তারপর দু-এ দু-এ চারকে খুব সহজেই আট বানায়

কিন্তু যারা শুধু একটু ভালভাবে বেঁচে থাকার জন্যে
কিছুটা উপরে উঠতে গিয়ে
বার বার হুমড়ি খেয়ে পড়ে কারো পায়ের তলায়,
তারা চল্লিশ পার করে অনেকটা কাদা ও ধোঁয়ায়,
রাত হলে তাদের বুকে প্রচন্ড ব্যথা হয়

আসলে চল্লিশ-এর পর সবাই কমবেশি অসুস্থ্য হয়;
কিন্তু সবাই কি সময়কে পার করে দেয় অবহেলায় ?

চল্লিশ পর তা অবশ্য আস্তে আস্তে বোঝা যায়...


মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: চল্লিশ এখনও হয় নাই আমার।

১৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৭

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

২| ১৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: চল্লিশ এখনও হয় নাই আমার।

৩| ১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৩২

বলেছেন: চল্লিশের আগেই অনেকের চল্লিশা হয়ে যায়।।।

সময় থেমে থাকে না।।। বহমান।।।

১৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৮

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.