নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
ফুটফুটে জ্যোৎস্নার গায়ে কি কোন রঙ লাগানো যায় ?
চাঁদেরও তবু অমাবস্যা আছে, কিছু কলংকও;
যদিও ভরা পূর্ণিমাতেই তাকে বেশী পাওয়া যায়
আর সূর্য, সেতো শুধুই দিনের আলো নয়
তোমাকে পরিপূর্ণ দেখার একটা পৃথিবী
হাতে হাত রেখে বহুদূর হেঁটে চলা...
অথচ এই দিনের আলোতেই কিছু রঙ লাগিয়ে
ঢেকে দেওয়া হচ্ছে অন্ধকারের মুখ,
বলা হচ্ছে, ও একটা ঘাস খাওয়া গরু;
কলকাঠি ছিল অন্যের হাতে, ওরা হ্যাকার;
পারলে তোমরা চাঁদের দেশে গিয়ে প্রতিবাদ কর
তবু কিছু আবাল শহীদ হতে চায়, কেবলি জান্নাতি বার্তায়
অথচ ওরা জানেনা, এখানে আছে দুধকলা দিয়ে পালিত হাজারও কসাই
যারা কারোর হাতের ইশারা পেলে ছাপান্ন হাজার বর্গমাইলে
মাংসের হাট বসায়, রক্ত দিয়ে গোসল করে, ঘুমায়...
এত রক্তের মাঝে আমি বার বার হারিয়ে ফেলি, দিনের সব আলো
পূর্ণিমার চাঁদ, জ্যোৎস্না, এমন কি তোমার মুখও ।
২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৮
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।
২| ২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪২
এস সুলতানা বলেছেন: ফুটফুটে জ্যোৎস্নার গায়ে কি কোন রঙ লাগানো যায় ?
চাঁদেরও তবু অমাবস্যা আছে, কিছু কলংকও;
যদিও ভরা পূর্ণিমাতেই তাকে বেশী পাওয়া যায়
অসাধারণ
২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৩| ২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৪| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
আজকের আমার প্রথম কবিতা গতকাল অফিসে সামান্য কয়মিনিটের লোড শেডিং এ লেখা আমার কবিতায় আপনার কমেন্টের প্রতিক্রিয়ায়।
বাকী গুলো অন্যরকমই হলো ।
২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮
সাইন বোর্ড বলেছেন: আপনার এক সাথে তিনটা কবিতা পড়েছি, কিন্তু সময় অভাবে মন্তব্য রাখা হয়নি, এখন নিশ্চয় রাখব । ভাল থাকুন ।
৫| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার কবিতা
২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।