নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
আমার নির্ধারিত কবিতাটি আজ বাদ দিলাম
কারণ, প্রায় আট মাস পর কিছু কলম
আবার ভাষা পাবে জেনে
আমিও আজ সাদা মেঘে উড়ন্ত বলাকা...
যদিও আকাশে এখন মেঘ । বৃষ্টি হচ্ছে । হোক
এক'শ একটা হলুদ ব্যাঙে সভা ডেকেছে,
ডাকুক । তবু
কিছু ঘাসফড়িং আজ উড়ে যাবে নদীর দিকে
কিছু গঙ্গাফড়িং খুঁজে নিবে প্রকৃতি
কিছু অতিথি পাখি ফিরে পাবে আপন ঠিকানা
আর আমি, তুমি, সে খুজে নিব প্রিয় সামুকে,
এখন থেকে খুব সহজে
এক নিমিশে ।
উৎসর্গঃ সামুকে অবমুক্ত করার জন্য যারা এতদিন অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টা করে গেছেন, তাদের কে ।
২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
২| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০২
আহমেদ জী এস বলেছেন: সাইন বোর্ড,
সব ঘাসফড়িং আজ উড়ে উড়ে যাক নদীর দিকে.................
২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৬
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়, ভাল থাকুন নিরন্তর ।
৩| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০৯
রাজীব নুর বলেছেন: জয় বাংলা।
২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৯
সাইন বোর্ড বলেছেন: জয় বাংলাতেই এতদিন গায়ের জোরে সামুকে পরাজিত করে রাখা হয়েছিল । আর নতুন করে জয় বাংলা স্লোগান দেওয়ার সময় এখনো আসেনি, তার জন্য করতে হবে আরো অপেক্ষা..........। ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: বেশ বেশ !!