নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

কার্তিকে

২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৯


কার্তিকের আকাশে দেখি আজও ফণাতোলা মেঘ
দুপুর গড়িয়ে বিকেল, রাত - ছোবল মারে বৃষ্টি...
পথ, ঘাট, মাঠ আর নবান্নের সাথে
ভিজে একসা তোমার মুখ;
অথচ, একটা পরিকল্পনা ছিল আমার

নৈরাজ্যের হাটে এখনো পড়ে আছে কিছু তলপি-তলপা
শুকরের লালায়িত জিহবায় বিধ্বস্ত যে কচুখেত,
তার মালিকানা বুঝিয়ে দিতে হবে
এবং সেটা আগামিকাল'ই

তা না হলে ইশরাফিল হয়ত এখনি তার বাঁশিতে ফুঁ দেবে না
কিন্তু কিয়ামতের বার্তা দিয়ে যাবে মমিনগঞ্জের হাটে,
আর সে বার্তা যদি কেউ নিয়ে যায় বাজারের থলেতে
তাহলে বুঝতে হবে অধম আমি, আরো একবার
চলেছি কারো চুনের ঘট খালি করতে

প্লিজ কার্তিক, তুমি আর কীর্তিনাশা করো না আমাকে
আপাতত গরম কাপড় তোলা থাক অঘ্রাণে
আমার আলমারিতে ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো লাগলো।এবার ঠান্ডা পড়বে খুব। গরম কাপড় গুলো রেডি রাখবেন।

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০১

সাইন বোর্ড বলেছেন: স্বল্পস্থায়ী ঠান্ডায় আমরা শীতের জন্য প্রতিক্ষিত, শীত আসুক, গরম কাপড় রেডি রেখেছি । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

২| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৪

বিজন রয় বলেছেন: প্রকৃতি সবসময় আমাদের সুখ দেয়। কিন্তু আমরা নিতে পারি না।
কারণ আমরা বড্ডই লালায়িত।

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৪

সাইন বোর্ড বলেছেন: ঠিক বলেছেন, আমাদের খাম-খেয়ালিতেই প্রকৃতি মাঝে মাঝে আমাদের উপর প্রতিশোধ নেয় । অথচ আমরা এগুলো বুঝতে চাই না । পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধণ্যবাদ এবং শুভ কামনা রইল ।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১১

ইসিয়াক বলেছেন: চমৎকার।

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৪

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: আজ বাংলা কার্তিক মাসের কয় তারিখ??
৯??

২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

সাইন বোর্ড বলেছেন: একদম ঠিক । বৃষ্টির পর শীত আসবে মনে হচ্ছে । ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.