নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১। চামচ যখন সেলফিস্টিক, তখন ছবি তো সুন্দর হবেই । শিশু মনের সেলফি অভিজ্ঞতা, পোজটাও কিন্তু মন্দ না !
২। কারোর পেট একটু মোটা হলেই বলা উচিৎ নয় যে, লোকটার পেট কুমড়োর মত মোটা । কিন্তু পেটওয়ালা লোকটা যদি নিজেই একটা কুমড়ো মাথায় করে তার পেটটাকে অন্যদের দেখায়, তাহলে সবাই বলতেই পারে - দ্যাখ, দ্যাখ লোকটা কেমন কুমড়োপেটা !
৩। এতদিন পর পাওয়া গেল আসল ল্যাংটা রাজা । যার রাজ্যে প্রজাদের কাপড়-চোপড় ক্রয় বাবদ কোন খরচ হয় না ।
৪। শোনা যায়, লম্বা মানুষের নাকি মাজার বুদ্ধি সহজে মাথায় উঠেনা; কিন্তু কারোর যদি মাজাটাই না থাকে, তাহলে ?
৫। কাঁঠাল যদি দেখতে মানুষের মত হয়, তবে তাকেও চশমা পরানো যায় ।
৬। এখনো পৃথিবীতে কিছু দায়িত্বশীল মানুষ আছে, যারা নিজের আনন্দকে জলাঞ্জলি দিয়ে অন্যদের ভ্যানিটি ব্যাগ, জুতো, স্যান্ডেল নিয়ে অপেক্ষা করে আর ভাবে, কখন ফিরে আসবে তার প্রিয় মানুষগুলো !
৭। খাটটি এভাবে ভাংগার কারণ এখনো তদন্ত পর্যায়ে, তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না ।
৮। ক্লিনসেভ করানোর জন্য এতদিন যেসব ভদ্রলোক আলতু-ফালতু নাপিতের কাছে গিয়ে পকেট খালি করেছেন, তারা একবার ইনার কাছে আসতে পারেন ।
৯। এরা সবাই ফুটবল প্লেয়ার । বিশ্ব জয় করতে না পারলেও একদিন বাংলাদেশ জয় করবে নিশ্চয় ।
বিঃ দ্রঃ কেউ বিশ্বাস করুন আর নাই করুন, উপরের কোন ছবিই আমার উঠানো না, সবগুলোই ফেসবুকের বিভিন্ন ওয়াল থেকে নেওয়া । তবে ক্যাপশানগুলো আমার ।
২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩
সাইন বোর্ড বলেছেন: প্রথমেই বলি, এটি একটি ফান পোস্ট, জাস্ট মজা করার জন্য, ০৫ নং ছবিটা মোটেই নগ্নতাকে প্রকাশ করেনা, তবু মুছে দিলাম । ধন্যবাদ ।
২| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪২
মোহামমদ কামরুজজামান বলেছেন: এই জন্য পৃথিবী এত সুন্দর ।অভিনন্দন এই মজার পোস্টের জন্য ।
পৃথিবী নামক স্থান এখন হাসিখুশির জন্য খুব কঠিন ।
এই জন্য আবার ধন্যবাদ
তবে কেবল ছবি নং -5 জন্য সামান্য পরিমাণ লবণ বেশী হয়ে গেছে।
দয়া করে এই ছবিটি পরিবর্তন করুন । অন্যথায় 100%
২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ০৫ নং এ লবণ কমিয়ে দেওয়া হয়েছে ।
৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বুঝলাম আপনার রসবোধ প্রবল।
২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৮
সাইন বোর্ড বলেছেন: সামু রাহুমুক্তির আনন্দে । অসংখ্য ধন্যবাদ ।
৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৬
তারেক ফাহিম বলেছেন: ফানি পোষ্ট, ছবিগুলো ফেবুতে পুর্বেও দেখলাম ভিন্ন ক্যাপশানে।
২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০১
সাইন বোর্ড বলেছেন: ঠিকই বলেছেন, এবং সেটা আমি উল্লেখও করেছি । তবে ক্যাপশান নতুন করে আমার চিন্তার আলোকে লেখা । অসংখ্য ধন্যবাদ ।
৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৪০
শামচুল হক বলেছেন: মজাদার পোষ্ট
২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০২
সাইন বোর্ড বলেছেন: কিঞ্চিৎ প্রয়াস, অসংখ্য ধন্যবাদ ।
৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৫
ঠাকুরমাহমুদ বলেছেন: ধন্যবাদ সাইন বোর্ড। গুড জব।
২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০২
সাইন বোর্ড বলেছেন: আবারও ধন্যবাদ আপনাকে ।
৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০৪
আনমোনা বলেছেন: দারুন ছবি।
২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০৩
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০৪
রাজীব নুর বলেছেন: ছবি দেখে অনেকদিন পর খুব হাসলাম।
২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০৫
সাইন বোর্ড বলেছেন: প্রথমে প্রতিটা ছবি দেখে আমি নিজেও অনেক হেসেছি । অসংখ্য ধন্যবাদ ।
৯| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৩
মা.হাসান বলেছেন: ভালো লেগেছে। মজা পেয়েছি।
২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০৫
সাইন বোর্ড বলেছেন: মন্তব্যে আমিও মজা পেলাম । অসংখ্য ধন্যবাদ ।
১০| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৮
শায়মা বলেছেন: নাপিতের কান্ড দেখে হাসবো বা কাঁদবো।
গাছের ডালে বসে ডাল কাটা কথাটাই মনে পড়ে গেলো....
২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০৮
সাইন বোর্ড বলেছেন: ছবিগুলো দেখে প্রথমে আমিও অনেক হেসেছি, আর নাপিতের কান্ডে অবাক হয়েছি । অসংখ্য ধন্যবাদ ।
১১| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০৮
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
১২| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৫
খায়রুল আহসান বলেছেন: মজার ছবি। উপভোগ্য রম্য।
২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩০
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই, শুভ কামনা রইল ।
১৩| ২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বিনোদিত হলাম
২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৬
সাইন বোর্ড বলেছেন: আপনাকে বিনোদিত করতে পেরে আমিও পুলকিত
১৪| ২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫১
করুণাধারা বলেছেন: ছবি দেখে হাসতে হাসতে মুক্তির আনন্দ দ্বিগুণ হল। আগেই ছবিগুলো দেখেছিলাম, কিন্তু ফ্লুতে আক্রান্ত ছিলাম বলে মন্তব্য করতে পারিনি।
২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৭
সাইন বোর্ড বলেছেন: জেনে আমিও দ্বিগুণ পুলকিত হলাম, অসংখ্য ধন্যবাদ ।
১৫| ২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৮
মোস্তফা সোহেল বলেছেন: আমিও এই আন্দে একটা সেলফি তুলুম।
২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৫
সাইন বোর্ড বলেছেন: একটা কেন, অন্তত তিনটি এবং অবশ্যই হাসির জন্য স্বাস্থ্যকর হওয়া চাই । ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩২
ঠাকুরমাহমুদ বলেছেন: প্রিয় সাইন বোর্ড আপনার পোষ্টে ০৫ নম্বর ছবিটি মুছে দেওয়ার জন্য অনুরোধ করছি। সামহ্যোয়্যাইন ব্লগ এতোদিন বন্ধ থাকার অন্যতম একটি কারণ আজেবাজে ছবি। প্লিজ অনুরোধ রাখুন।