নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

দ্রষ্টা

২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৪


পানপাতার রেখার মত ছোটবেলা, তবু
শিরদাড়ায় ছিল আকাশ ভাঙ্গা মেঘ,
কখনো রোদপোড়া দুপুরে
গুলনড়িকে ক্রিকেট বানিয়ে
চলে যেতাম হেমন্তে নদীর পাড় । তারপর
কড়কড়ে মুথা ঘাসের উপর দিতাম দলছুট দৌড়

দীঘির শান্ত জলের মত ছিল আমার বাবার মুখ,
সে মুখে যেমন কোন পরাজয় ছিল না
তেমনি বড় কোন বিজয়ের উল্লাসও;
অনেকটা জোনাকির আলোর মত ছিল তার পথ চলা

বড় হয়ে আমি একদিন আকাশ হব
নাকি মৌসুমী ফসলের মত প্রতি বছর
পলিশকরা জুতোর সুখতলা ক্ষয় করে
কারো অভিজাত টেবিলের সামনে গিয়ে বলব,
আপনি সুযোগ দিলে আমিও
আমার অভিজ্ঞ হাতে ফুটিয়ে দেখাতে পারি
শত শত টেবিলফুল

পরে বুঝেছি, বাবা হয়ত জানতোই, তার ছেলে
বড়জোর একদিন নদী পার হতে পারলেও
সাগর পাড়ি দিতে পারবে না কোনদিনও; কারণ
মধ্যবিত্তের সাথে মিশে গেছে ওর নির্ঘুম সরলতা

সে ব্যারাম সহজে সারবার নয় ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: সুন্দর ভাবে মনের আবেগ প্রকাশ করেছেন।

২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫২

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

২| ২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: বাবারা অনেক কিছুই বুঝতে পারেন, তাই জ্বলচোখ পাথর করে হাসতে হাসতে নক্ষত্র হতে পারেন।

কবিতা ভালো লেগেছে।

২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৩

সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ‌+

২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৪

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

৪| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কারণ
মধ্যবিত্তের সাথে মিশে গেছে ওর নির্ঘুম সরলতা ----
অসাধারণ কবিতা।

২৬ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

সাইন বোর্ড বলেছেন: অষংখ্য ধন্যবাদ প্রিয় ব্লগার, শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.