নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

রান্নাঘর

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৮


রান্নঘরে নিজের পাশে বসিয়ে ভিখারিকে খাওয়াতো মা
সেটা তার সন্তানও জানে

তেইশ বছর পর সেই মায়ের কোন ঘর নেই

সন্তান হন্যে হয়ে খুঁজছে একটা মাতৃসদন
যেখানে মাতৃভক্তির সব কল্যাণ পাওয়া যায়

ছেলের তিনটা বেডরুম, বিশাল ড্রইংরুম, করিডোর
আর এত এত আভিজাত্যের মাঝে কোথাও মা নেই
সবখানে কেবল প্রিয়তমার হাতের স্পর্শ

সারা বাংলার রান্নঘর কি আজ অভিশপ্ত ?

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: মা আর মমতার ব্যবধান দিনদিন বাড়ছে!

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৫

সাইন বোর্ড বলেছেন: সেরকমই মনে হয় । পড়া ওমন্তব্যের জন্য ধন্যবাদ ।

২| ২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪০

বিজন রয় বলেছেন: কিছুদিন পর মনে হয় মাতৃভক্তির বাজার পাওয়া যাবে।
সন্তানগুলো সেখানে মায়ে'র রাখার জন্য বাজার করতে যাবে।

কেন যে সন্তানগুলো মা-বাবার সাথে এমন করে।

সবচেয়ে গভীর অনুভূতিসম্প্ন্ন বিষয় নিয়ে কবিতা লিখেছেন।
সেজন্য অনেক অনেক ধন্যবাদ।

২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১১

সাইন বোর্ড বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন নিরন্তর ।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: রান্না ঘর কিভাবে অভিশপ্ত হয়??

২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১০

সাইন বোর্ড বলেছেন: কখনো মারফত পড়েছেন ? চোখ বন্ধ করে নিজের মুর্দাকে একবার নিজেই জানাজা পড়ান তো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.