নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

পিঁয়াজ

২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৫


১//
কেরু মন্ডলের ঝোল তরকারী একদম অপছন্দ
সবকিছুতেই তার দো-পিয়াজি, চাই গা-মাখা গা-মাখা

অথচ গত হাটেও এক কেজি পিয়াজ মানে সেঞ্চুরী

হায় পিঁয়াজ বাবা
শেষ পর্যন্ত তুই আমারে ঝোলেই ডুবালি !

২//
আড়তদার মানে সবাই কি মুনাফালোভী ?
শুধু কেউ কেউ বুঝেনা আবাদি জমির স্বল্পতা

আড়তঘরকেও বানানো যায় পিয়াজ চাষের উপযোগী

তাই বলে ছবি দেখে কেউ ভেবনা -
"অতি চালাকের গলায় দড়ি" ।

৩//
এখনো যারা বাজারের খবর'ই রাখে না
তাদের ঘরেও রান্না হয় -
গরুর মাংসের ভুনা, দো-পিয়াজি, রেজালা, কালিয়া...
তাদের বালিশের নিচে পাওয়া যায় হাজার টাকার বান্ডেল
তারা কোনদিন শুনতে পায়না কোন শিশুর কান্না -

মা !!!
আবার কোরবানীর ঈদ কবে আসবে ?


মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: মুনাফার একটা সীমা থাকা দরকার।

২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৭

সাইন বোর্ড বলেছেন: এই অস্থির সময়ে সবই সম্ভব । ধন্যবাদ এবং শুভ কামনা ।

২| ২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৯

তারেক ফাহিম বলেছেন: যে দেশে বস্তা বস্তা টাকা নদীতে পাওয়া যায়, ট্রাকে করে টাকা চালান হয়, সে দেশে দরিদ্রতা আছে X((

পিয়াজের দাম ১০০ হোক আর ১০০০ হোক আমাদেরতো নিত্য ভুনা গোশত চলছে!


মা !!!
আবার কোরবানীর ঈদ কবে আসবে ?


কারো কারো কাছে এ উক্তিটি হাইস্যকর।

২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩০

সাইন বোর্ড বলেছেন: সঠিক উপলব্ধি, রক্ষক যদি ভক্ষক হয়, আম জনতা নিরুপায় । ধন্যবাদ এবং শুভ কামনা রইল।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৫

রাজীব নুর বলেছেন: পেঁয়াজ খুব বেশি ভোগাচ্ছে।

২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪২

সাইন বোর্ড বলেছেন: গতকাল ছিল ১২০ টাকা । অনেক ধন্যবাদ ।

৪| ২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




মা !!!
আবার কোরবানীর ঈদ কবে আসবে ?

কারো কারো কাছে এ উক্তিটি হাইস্যকর।

২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৩

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.