নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

বাগদাদি

২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৬


এ নিয়ে কতবার মৃত্যু হল তার
- সে হিসেব এখন আর কেউ রাখে না; কারণ
যে জন্ম দিয়েছে, প্রয়োজন শেষে মৃত্যুও সে ঘটাবে

লাদেনেরও মৃত্যু হয়েছিল অনেকবার
এবং শেষ মৃত্যুটাও জন্ম দাতার'ই হাতে

কেউ কেউ ভাবতে পারে, ঈশ্বরের
বেশ কিছু কাজ কমে গেছে । যেদিন থেকে
শয়তান আলাদা হয়ে নিজেই নিজের কাজ
বুঝে নিয়েছে

মানুষের ভেতর আর কতটুকুই বা জায়গা,
ইচ্ছে করলেই যখন দখল করা যায় অনায়াশে
তার মগজে কিংবা মননে ।
শয়তানও সে কাজটাই করে যাচ্ছে, কখনো
বিশ্বের ত্রাতা হয়ে, শক্তিতে, মোড়লে, নাটকে...

বাগদাদির মৃত্যুতে আসলে কারো কিছু যায়-আসেনা
তার লাশ পচালে কিংবা সাগরে ভাসিয়ে দিলে ।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪৬

চাঁদগাজী বলেছেন:


শয়তানী পদ্য

২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫০

সাইন বোর্ড বলেছেন: শুধু বললে হবেনা, ব্যাখ্যা দিতে হবে । নইলে শব্দটা নিজের দিকেই যাবে ।

২| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০০

ব্রাক্ষনবৈশ্যশুদ্র বলেছেন: ব্লগে কাল থেকে জয়েন করার পর দেখছি চাদ্গাজি নামক এক ব্লগার অযাচিতভাবে অন্যের পোস্টে মন্তব্য করছেন লেখককে ব্যক্তিগত আক্রমণ করছেন । আর আমাদের মডারেটরা কোন পদক্ষেপ নিচ্ছে না । । কারণটা কি ? কেঊ জানেন?

নাকি চাদ্গাজির লাইসেন্স আছে যেকোন ব্লগারকে ব্যক্তিগত গালিগালাজ করার ? নাকি এইটাই সামু ব্লগের নিয়ম ?

২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০৮

সাইন বোর্ড বলেছেন: উনার বুড়ো বয়সের একটু ভিমরতি আছে, যতটুকু জানি আরো অনেক ব্লগ থেকে সে প্রত্যাখাত হয়ে এই সামুতে দীর্ঘদিন থেকে গার্বেজের দূর্গন্ধ ছড়াচ্ছে । পুরানো সব ব্লগারই তা জানে, জেনেও মুরুব্বি হিসেবে উনাকে অনেকটা ছাড় দেওয়া হয় । আপনিও দিবেন, সমস্যা কি ?

যেমন "কয়লা, যায় না ধুলে ময়লা" । উনি একটু বেশি পচা ময়লা আর কি । ধন্যবাদ ।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৫

রাজীব নুর বলেছেন: প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তার তিন শিশু সন্তানকে নিয়ে একটি সুড়ঙ্গ দিয়ে পালানোর চেষ্টা করেন আল বাগদাদি। না পেরে, শরীরে বাঁধা বোমা ফাটিয়ে দেন।

২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০৫

সাইন বোর্ড বলেছেন: নিউজে সেরকমই এসেছে । পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩২

মাহমুদুর রহমান বলেছেন: আমি কবিতাটা পড়লাম।ভালো লেগেছে।
আর আমার একটি প্রশ্ন রেখে গেলাম,
এসবের একদিন শেষ আছে জানি তবে বিশ্ববাসী এখনও চুপ করে আছে কেন?

২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০৭

সাইন বোর্ড বলেছেন: একজন সন্ত্রাসির পক্ষ্যে কেউ কি কথা বলবে ? তাকে যেই'ই বানাক না কেন । পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৫| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৫

সাদা মনের মানুষ বলেছেন: সব ফুল দেবতার পদধুলি পায় না, কষ্টের কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম।

২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০৮

সাইন বোর্ড বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৬| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৬

সাদা মনের মানুষ বলেছেন: দুঃখিত ভাই, রং নাম্বারে ডায়াল করে ফেলেছি :D

২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০৮

সাইন বোর্ড বলেছেন: কেন বলুন তো ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.