নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১//
কাকটি উড়ে যাবার পর তালটি পড়ে গেল ।
- এটা অনেকটা বোকার মত ভাবনা; তবে
বাতাসে কান পাতলে যদি গাছটির নড়াচড়ার শব্দ পাওয়া যায়
তাহলে বুঝতে হবে তালটি পড়ায় গাছেরও কিছু ভুমিকা ছিল
যতই বলো তাল তো গাছেরই সন্তান কিংবা
গাছকে কেউ ঠেলা দিয়েছিল, ইত্যাদি ইত্যাদি...
২//
শিকারী
মৌচাকে ঢিল ছুড়লেই যদি মধু পাওয়া যায়
তবে কেন জানোনা, মৌমাছি তোমাকে না কামড়ালেও
আমাকে যে কামড়ায় ?
এখন মৌচাক ছাড়া যত পারো মধু খাও...
২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৮
সাইন বোর্ড বলেছেন: আমাদের দুঃখ প্রকাশ ছাড়া মনে হয় কিছুই করার নাই । ধন্যবাদ ।
২| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৬
কিরমানী লিটন বলেছেন: সাকিব নিয়ে এত আবেগের কিচ্ছু নাই। এই দেশ বিক্রির যত এন্তেজাম করা হয়েছে তার সমর্থন এই সাকিবেরাও দিয়েছে। এখন কেবল ফ্রাঙ্কেনস্টাইনের দানব হালকা রিভার্স বাইট দিয়েছে, এই যা। জন ধিকৃত আওয়ামিলীগের রাজনীতির স্বার্থে মাশরাফির খেলোয়াড়ী জীবনের কোরবানী দিয়ে তাকে ইউনিয়ন পরিষদের মেম্বার বানানো হয়েছে। প্রভু ভারতকে দিয়ে সাকিব নিয়ে এই নাটকও আওয়ামীলিগের রাজনীতির স্বার্থে হতে পারে, বিচিত্র কিছু নাই। হতে পারে সাকিব ইস্যু বড় কোন ইস্যু ধামাচাপা দেয়ার জন্য মঞ্চস্ত হচ্ছে। হতে পারে সেটা এক বৃদ্ধ দেশপ্রেমিক লৌহ মানবীর ভাবি জেল হত্যা। কিছুদিন পরে সাকিবকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানিয়ে দিয়ে স্বান্তনা দেওয়া হবে। মনে মনে সাকিবও খুশি। সো ভেবে কথা কইয়েন....
সাকিব নিয়ে এত আবেগের কিচ্ছু নাই। এই দেশ বিক্রির যত এন্তেজাম করা হয়েছে তার সমর্থন এই সাকিবেরাও দিয়েছে। এখন কেবল ফ্রাঙ্কেনস্টাইনের দানব হালকা রিভার্স বাইট দিয়েছে, এই যা। জন ধিকৃত আওয়ামিলীগের রাজনীতির স্বার্থে মাশরাফির খেলোয়াড়ী জীবনের কোরবানী দিয়ে তাকে ইউনিয়ন পরিষদের মেম্বার বানানো হয়েছে। প্রভু ভারতকে দিয়ে সাকিব নিয়ে এই নাটকও আওয়ামীলিগের রাজনীতির স্বার্থে হতে পারে, বিচিত্র কিছু নাই। হতে পারে সাকিব ইস্যু বড় কোন ইস্যু ধামাচাপা দেয়ার জন্য মঞ্চস্ত হচ্ছে। হতে পারে সেটা এক বৃদ্ধ দেশপ্রেমিক লৌহ মানবীর ভাবি জেল হত্যা। কিছুদিন পরে সাকিবকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানিয়ে দিয়ে স্বান্তনা দেওয়া হবে। মনে মনে সাকিবও খুশি। সো ভেবে কথা কইয়েন....
২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৩
সাইন বোর্ড বলেছেন: আমরা আম জনতা আজ দেখারামে পরিণত হয়েছি, ক্ষমতার জন্য দেশের একটা উজ্জ্বল নক্ষত্রকেও কী চমৎকারভাবে নিভিয়ে দেওয়া হচ্ছে । পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।
৩| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৮
কিরমানী লিটন বলেছেন: শিকারীও- কখনও কখন শিকার হয়ে উঠে....
https://m.facebook.com/story.php?story_fbid=435159790473679&id=155708098418851
২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৪
সাইন বোর্ড বলেছেন: বাঙালি জাতির জন্য এসব এখন আর নতুন কিছু না ।
৪| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪২
রাজীব নুর বলেছেন: শাকিব একজন গ্রেট প্লেয়ার। শাকিবের জন্য আমার ভীষন খারাপ লাগছে।
২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৬
সাইন বোর্ড বলেছেন: কঠিন লজিক খাড়া করা হয়েছে কিংবা করানো হয়েছে । পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।
৫| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৫
ইসিয়াক বলেছেন: শাকিবের জন্য খারাপ লাগছে।
২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫০
সাইন বোর্ড বলেছেন: লাগাটাই স্বাভাবিক, কারন সে শুধু একজন ব্যক্তি ছিল না, সে হয়ে উঠেছিল একটা বাংলাদেশ ।
৬| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০০
মা.হাসান বলেছেন: পাপন ১- সাকিব ০
২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০৫
সাইন বোর্ড বলেছেন: সাকিব আপাতত ২ বছর কোন ডিজিটেই আসতে পারছে না । অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।
৭| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:১৭
সেলিম আনোয়ার বলেছেন: পাপন সাহেব কে সাকিব রিপ্লেসমেন্ট আনা হোক। সাকিবের অনুপস্থিতি দারুন প্রভাব ফেলবে বাংলাদেশ দলে। সাকিবের সঠিক মূল্যায়ন কি পাপন করতে পারবেন ?
৮| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:১৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: এখন মৌচাক ও নাই, মৌমাছিও নাই, মধুও নাই-
শিগগীর সংরক্ষিত মধুও নাই হওয়ার খরব বেরুবে সংবাদপত্রে!
তখন রাক্ষস, দুধের মাছিরা কই যায় দেখা যাবে।
©somewhere in net ltd.
১| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৫
ঢাবিয়ান বলেছেন: সাকিবের এই দেশে জন্ম নেয়াটাই ভুল হয়েছে।