নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

কবি-বন্ধু

৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০৭


কবি- বুঝলি, বেকার হওয়া খুব কষ্টের, মন ভাল থাকেনা ।
বন্ধু- কবিতারা তো ভাল থাকে, আবেগ আসে, লেখা হয়, অনেক সময় পাওয়া যায় ।
- বাঙালি আবেগ থেকে বেরিয়ে আসতে চাইছ, আর কত ?
- তুইও কি সেটা চাস ?
- অবশ্যই ।
- আমি যতটুকু জানি, শেষের তিনটে চাকুরী তোর আবেগের বাড়াবাড়ির কারণে চলে গেছে ।
- এটা ঠিক না, কাজের ক্ষেত্রে আমি সব সময় সিরিয়াস ।
- তাহলে ধরে নেব চাকুরী তোকে ছাড়েনি, তুই'ই চাকুরীকে ছেড়েছিস । ঠিক কিনা ?
- এটাও ঠিক না । কেউ কেউ আমার অভিজ্ঞতা আর সততাকে ভয় পেয়েছে, চেয়ারের ভয় । আমি তাদেরকে বার বার বোঝানোর চেষ্টা করেছি যে, আমি কারো চেয়ার দখল করতে আসিনি; কিন্তু প্রতিবার'ই ব্যর্থ হয়েছি । তারা আমার বিরুদ্ধে প্রতারণার আশ্রয় নিয়েছে, আমি ফেঁসে গেছি ।
- এরকমটা হওয়ার কারণ কি ?
- জানিনা ।
- ধর, খুব অল্প দিনের মধ্যে তোর একটা ভাল চাকুরীর অফার আসল, তুই কি সেখানে জয়েন করবি ?
- ভেবে দেখতে হবে, চাকুরী করতে আর ইচ্ছে হয় না ।
- ভাবছি তোর মন ভাল করে দেব, না তোর বেকারত্বকে কবিতায় এনজয় করব ।
- দ্যাখ, আমি জীবনানন্দ না, বলতে পারিস কোন কবিও না । নিজের আনন্দে কিছু একটা লিখি, সেটা তোর ভাল লাগলে, ভাল; কিন্তু মনে রাখিস, আমি কবিতাকে ভালবাসলেও কবি শব্দটা আমার দু'চোখের বিষ, বর্তমানে মনে হয় এ বস্তুটাই সব চেয়ে সস্তায় পাওয়া যায় ।

বন্ধু- হাততালি দিয়ে, সাবাস সাবাস কবি, এই জন্যেই তো বলি, আধুনিক কবিতা এত জটিল হয়ে যাচ্ছে কেন !

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন: বর্তমান সমাজ পরিস্থিতি ! অপেক্ষা করি - - - - -

০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

সাইন বোর্ড বলেছেন: অসততার আজ সর্বত্র জয়-জয়কার, এ অপেক্ষার মনে হয় আর শেষ নেই । অসংখ্য ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

২| ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আগে একটা চাকুরী খুবই প্রয়োজন
পরে কবিতা
নইলে জীবন ত্যানা ত্যানা :(

০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

সাইন বোর্ড বলেছেন: অবশ্যই, তবে চাকুরী না করেও যদি অন্যভাবে জীবনের ত্যানা ত্যানা রোধ করা যায়, তবে মন্দ কি ? অসংখ্য ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: দীর্ঘদিন ধরে বেকার আছি।
বেশ ভালোই লাগছে।

০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

সাইন বোর্ড বলেছেন: নিজে উপভোগ করলেও পরিবারের অন্যরা কি পারছে বা পারবে ? পুরুষ মানুষের একটা অর্থকরী কর্ম চাই, তা না হলে আগের মন্তব্যকারিনীর মত বলতে হয়, জীবন ত্যানা ত্যানা । অসংখ্য ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.