নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

লাল-নীল

০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪২


১//
বেশ তো, গায়ে জড়িয়েছ নীল চাদর
তাতে লেখা, উইন্টার কামিং...
আর আমি বসে আছি পাতা ঝরার অপেক্ষায়

অথচ সারা শহর জুড়ে যেন কোথাও কোন সবুজ নাই
আমাদের লালবাতি-নীলবাতি ইচ্ছে গুলো
মটরবাইকের বাতাসে উড়ছে, ভাসছে
তারপর দূরে কোথায় যেন হারিয়ে যাচ্ছে...

তোমার নীল আবার মেঘলা-আকাশ হয়ে যাবে নাতো ?
আমার শুকনো পাতারা তাহলে বর্ষার জলে হাবুডুবু...

২//
এখনো নারীবাদি তুমি;
সেজানের আপেল দেখলে
যে ছেলের দিকশূন্য হয় পৃথিবী
তাকে অনায়াশেই বলতে পারো -
ও একটা নর্দমার কীট, দূর্গন্ধ

অথচ তিন কুয়োর জল খেয়ে
এই আমি সিদ্ধ পুরুষ
তপবনে;
তোমাকে আলতো করে ছুঁয়ে দিলেই
এক লাফে একেবারে ঝাপিয়ে পড়ো বুকে !

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

ইসিয়াক বলেছেন: সুন্দর ।

০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

২| ০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



নির্মোহ বলে কিছু আছে?

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১১:০৩

সাইন বোর্ড বলেছেন: খুব কঠিন প্রশ্ন, এটা নির্ভর করে কে কিভাবে লালন করছে, তার উপর । অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।

৩| ০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০১

রাজীব নুর বলেছেন: সহজ সুন্দর।

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১১:০৩

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।

৪| ০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১১:০৪

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।

৫| ০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন:

০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২২

সাইন বোর্ড বলেছেন: ভালবাসা এবং জীবন সম্পর্কে আপনার ধারণা অনেক গভীর, আমি এখনো ঐ পর্যন্ত যেতে পারিনি । আপনার সাংকেতিক নির্মাণটা অসাধারণ হয়েছে । আবারও ধন্যবাদ । ভাল থাকুন ।

৬| ০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




সাইন বোর্ড ভাই,
সবচেয়ে দুরের বেলুনটা আলোকিত মনে হচ্ছে না? আর কাছের গুলো ঝাপসা - এখানেই খেলা !!!
আমার অনুরোধে একটি ছবি সরিয়ে দিয়েছিলেন মনে আছে? এর জন্য ধন্যবাদ সব সময় পাওনা থাকবেন। আমার কারণে যদি আপনার সামন্যতম উপকার হয়ে থাকে আমি গর্ব অনুভব করবো। ধন্যবাদ।


০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

সাইন বোর্ড বলেছেন: মানুষ হিসেবে যে কোন মানুষের উপকার করতে পারা অনেক আনন্দের, ভাল থাকুন ।

৭| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ৯:০৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সুন্দর লিখেছেন কবি। শুভ কামনা জানবেন।

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১১:০৫

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।

৮| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অসংখ্য থন্যবাদ, শুভ রাতি ।

ইচ্ছা করেই কি ধন্যবাদকে থন্যবাদ বলছেন? রাত্রিকে রাতি?

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১১:০১

সাইন বোর্ড বলেছেন: সরি, প্রথম টাইপিং মিসটেক এবং পরের গুলো কপিপেষ্ট ভুল । এতক্ষণ মোবাইলে ছিলাম, বসতে হলো কম্পুটারে । এবার ঠিক ঠিক ধন্যবাদ এবং শুভ কামনা । শুভ রাত্রি ।

৯| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১০:২০

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: শুভ কামনা

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১১:০৫

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।

১০| ০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১২:০৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: শুদ্ধ পুরুষ, শুদ্ধ মানুষের সাইনবোর্ড গলায় ঝুলিয়ে যারা ঘুরছে
সমস্যা তাদের মাঝেই
দিনদিন মুখোশের সংখ্যা বাড়ছে ।

০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৮

সাইন বোর্ড বলেছেন: ঠিক বলেছেন । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

১১| ০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১২:৪৭

গোধুলী বেলা বলেছেন: নীলের তুলনায় লাল ছোট হয়ে গেলোনা!
আজকাল সবাই সম অধিকার চায় কিনা।

কবিতার শেষ লাইন দুটো খুব ভালো লেগেছে।

০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩২

সাইন বোর্ড বলেছেন: নীল হলো দুঃখের রঙ, লাল যদিও রক্তের রঙ তবে ভালবাসার ক্ষেত্রে কেউ কেউ লাল গোলাপ উপহার দেয় কিন্তু ভালবাসার পরিমান কমতে কমতে একদিন ঐ লালের চেয়েও ছোট হয়ে আসে । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

১২| ০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সরি, প্রথম টাইপিং মিসটেক এবং পরের গুলো কপিপেষ্ট ভুল । এতক্ষণ মোবাইলে ছিলাম, বসতে হলো কম্পুটারে । এবার ঠিক ঠিক ধন্যবাদ এবং শুভ কামনা । শুভ রাত্রি ।

ওকে।

০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩২

সাইন বোর্ড বলেছেন: ওকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.