নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১//
ফিক্সড রেটের দোকান,
আগের দিন শতকরা বিশভাগ দাম বাড়িয়ে দিয়ে
সামনে বড় করে লেখা -
পাঁচ হতে পনের পার্সেন্ট পর্যন্ত মূল্যছাড়
ক্রেতারা হুমড়ি খেয়ে পড়তেই পারে
পণ্যের মান যাই হোক না কেন
২//
অবশেষে পিঁয়াজবন্ধু বলল -
তুই কি আমারে লজ্জা দিছ্ছচ ?
- না না, লজ্জা দেব কিল্ল্যা, দ্যাখছচ না
আনন্দে ফিট হয়ে পইড়া যাইতাছি তো...
৩//
জ্ঞানের বাতিঘর হলো বই,
মিথ্যার অন্ধকার ঘর কি ?
৪//
অবৈধ মানেই মূল্যহীন নয়,
খুন, গুম, এবং ক্রস ফায়ারের আগে, মহামান্য
যাদেরকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে
তাদের গরমডিম, ঝাল-থেরাপি, ঠাকুরছেচা
- সব কিছুরই একটা দাম আছে
এর মধ্যে এক'শ পঞ্চাশ টাকা কেজি পিঁয়াজের
দরপত্র নিয়ে এসো না ।
০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৪
সাইন বোর্ড বলেছেন: এ অবস্থায় স্বল্প ও নির্দিষ্ট আয়ের মানুষদের টিকে থাকা খুব কঠিন । অথচ মুক্তির কোন উপায় নেই । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
২| ০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: মিথ্যার অহংঘর মরীচিকা!
০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৩
সাইন বোর্ড বলেছেন: এখন সেটা বেশ দৃশ্যমানই মনে হচ্ছে । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৩| ০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৫
ঠাকুরমাহমুদ বলেছেন: পরিস্থিতি ভয়ঙ্কর দিকে চলে গেছে।
০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২২
সাইন বোর্ড বলেছেন: এ অবস্থায় স্বল্প ও নির্দিষ্ট আয়ের মানুষদের টিকে থাকা খুব কঠিন । অথচ মুক্তির কোন উপায় নেই । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।
৪| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১২:৫৬
কিরমানী লিটন বলেছেন: কোথাও কেউ নেই বলার- দেখার.....
০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৯
সাইন বোর্ড বলেছেন: দেখার অনেকেই আছে কিন্তু কেউ'ই কিছু বলবে না । জীবনের ভয় আছে না ? পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৯
রাজীব নুর বলেছেন: ছবিটা দেখে খুব খারাপ লাগছে।